HUAWEI P30 LITE ফোনটি আজ থেকে কেনা যাচ্ছে

HIGHLIGHTS

অ্যামাজনে সেল শুরু হয়েছে

ফোনটির প্রাথমিক দাম 19,990 টাকা

ফোনে 32MP র সেলফি ক্যামেরা আছে

HUAWEI P30 LITE ফোনটি আজ থেকে কেনা যাচ্ছে

Huawei র লেটেস্ট স্মার্টফোন P30 Lite আজকে অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হচ্ছে। আর আপনাদের মনে করিয়ে দি যে এই ফোনটি কোম্পানি মাসের প্রথমে Huawei P30 Pro ফোনের সঙ্গে লঞ্চ করেছি। আর এই ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস। আর এই  Huawei P30 Lite ফোনটিতে একটি 32মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা, ট্রিপেল রেয়ার ক্যামেরা, 6.15 ইঞ্চির ফুল HD+ ডিসপেল আছে । আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

HUAWEI P30 LITE ফোনটির স্পেসিফিকেশান

Huawei P30 Lite ফোনটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ফোনটি P30 সিরিজের সব থেকে লো এন্ড ফোন আর এটি একটি 6.15 ইঞ্চির HD+LCD ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

এই ফোনের ব্যাকে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন। এই ক্যামেরা সেটআপ 24+8+2  মেগাপিক্সালের। আর এই ফোনটির সেলফি আর ভিডিও কলিং য়ের জন্য ডিভাইসে 32MP র AI ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসারের ক্ষেত্র এই P30 Lite ফোনে আপনারা কিরিন 710 প্রসেসার আর 4GB/6GB র‍্যাম পাবেন। আর এই স্মার্টফোনটিতে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9 UI পাবেন। আর এই ফোনে চার্জিংয়ের জন্য USB C পোর্ট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3,340mAh য়ের ব্যাটারি আছে এটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

HUAWI P30 LITE ফোনের দাম

এই P30 LITE ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,990 টাকা আর 22,990 টাকা। আর এই ফোনটি জিও ইউজাররা কিনলে 2200 টাকার ক্যাশব্যাক পাবেন আর এর সঙ্গে এই ফোনে নো কস্ট EMI দেওয়া হেয়ছে। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে মিডনাইট ব্ল্যাক আর পিকক ব্লু কালারে কেনা যাচ্ছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo