Huawei Nova 4e ফোনটি ট্রিপেল ক্যামেরা, ওয়াটার ড্রপ নচের সঙ্গে চিনে লঞ্চ হল

Huawei Nova 4e ফোনটি ট্রিপেল ক্যামেরা, ওয়াটার ড্রপ নচের সঙ্গে চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

Huawei Nova 4e ফোনটি আন্তর্জাতিক বাজারে Huawei P30 Lite নামে লঞ্চ করা হতে পারে, Nova 4e ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে চিনে লঞ্চ করা হয়েছে

হাইলাইট

  • Nova 4e চিনে ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হয়েছে
  • আন্তর্জাতিক বাজারে ফোনটি P30 Lite নামে লঞ্চ করা হতে পারে
  • ফোনে 32 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে

 

চিনের স্মার্টফোন কোম্পানি Huawei তাদের Nova 4e স্মার্টফোনটি চিনে লঞ্চ করেছে। এই ফোনটি Nova 4 য়ের একটু ছোট ভার্সান আর এটি 2018 সালে ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। কিছু রিপোর্ট অনুসারে Nova 4e কে কোম্পানি আন্তর্জাতিক বাজারে Huawei P30 Lite নামে লঞ্চ করতে পারে।

Huawei Nova 4e র দাম

Nova 4e ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটি 4GB/128GB র দাম CNY 1,999(প্রায় 20,700টাকা) আর এর দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB/128GB র দাম CNY 2,299(প্রায় 22,800টাকা)। আর এই ফোনটি চিনে 21 মার্চ কেনা যাবে।

Nova 4e র স্পেসিফিকেশান

আমরা যদি এই Nova 4e ফোনটির স্পেক্সের বিষয়ে বলি তবে এই ফোনে একটি 6.15 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যা ফুল HD+ ডিসপ্লে আর 2312x1080p রেজিলিউশান অফার করে। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে। আর এই ফোনে কিরিন 710 প্রসেসার আর মালি G51 GPU আছে। আর ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে-4GB/128Gb আর 6GB/128GB।

আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনের ব্যাকে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে আর এর মধ্যে একটি 24MP র ওইয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্যটি 8মেগাপিক্সালের আলট্রা ওয়াইড লেন্স আর তৃতীয়টি 2 মেগাপিক্সালের ডেপথ সেন্সার। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32মেগাপিক্সালের ক্যামেরা পাবেন।

স্মার্টফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর EMUI9.0 পাবেন, আর এই ফোনে 3340mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo