HUAWEI MATE X ফোল্ডেবেল ফোন সামনের মাস থেকে বিক্রি হবে

HUAWEI MATE X ফোল্ডেবেল ফোন সামনের মাস থেকে বিক্রি হবে
HIGHLIGHTS

Huawei Mate X কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন

এই ফোনটি অক্টোবর মাসে লঞ্চ করা হতে পারে

মনে হচ্ছে যে ফোল্ডেবেল ফোনের সময় আসছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড কোম্পানির রি লঞ্চ করেছে আর এবার তারা তাদের মেটা X ফোল্ডেবেল ফোন অক্টোবর মাসে লঞ্চ করতে পারে। IFA 2019 য়ের সময়ে জানা গেছে যে Huawei Mate X দুটি ভার্সানে লঞ্চ করা হয়েছে।

এর মধ্যে একটি ভার্সান Kirin 980 SoC যুক্ত আর একটি Kirin 990 SoC র সঙ্গে এসেছে। আর Kirin 980যুক্ত  Mate X প্রথমে MWC 2019 য়ে এসেছিল। আর জানা জায়নি যে এই দুটি ভার্সানে আর কি পার্থক্য থাকবে। মেট X ফোনে আপনার RYYB পাবেন আর যেমনটা আমরা এর আগে  Huawei P30 Pro তে দেখেছি যা লাইট ভাল পার্ফর্মেন্স দেয়।

আর এতে আপনারা 6.6 ইঞ্চির আর 6.38 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে প্যানেল পাবেন যা 8 ইঞ্চির OLED ফুলভিউ ডিসপ্লে 2200×2480 পিক্সালের। আর এই ফোনে একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে আছে যা ফোল্ড করলে হয়।

এই ফোল্ডেবেল ফোনটিতে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি , 6GB, 8GB, আর 12GB র‍্যাম অফার করে। আর এর সঙ্গে এতে 128GB, 256GB আর 512GB স্টোরেজ অপশান থাকতে পারে। আর এর সঙ্গে আপনারা এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo