HUAWEI MATE 30, MATE 30 PRO লঞ্চ হল এর বিষয়ে সব কিছু জানুন

HUAWEI MATE 30, MATE 30 PRO লঞ্চ হল এর বিষয়ে সব কিছু জানুন
HIGHLIGHTS

Huawei Mate 30 ফোনে কিরিন 990 আছে

Huawei Mate 30 Pro ফোনটিতে ডুয়াল 40MP ক্যামেরা আছে

Mate 30 প্রো ফোনটি আল্ট্রা স্লো মোশান সর্বাধিক 7680fps য়ে নিতে পারে

হুয়াওয়ে তাদের মেট 30 আর মেট 30 প্রো জার্মানির মিউনিখে লঞ্চ হয়েছে। Huawei Mate 30 সিরিজ কিরিন 990 আর 40W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। দুটী ফোনেই লাইকা ব্র্যান্ডের রেয়ার ক্যামেরা সেটআপ আছে। যা সার্কুলার ডিজাইনে দেওয়া হয়েছে।

Huawei Mate 30, Mate 30 Pro র স্পেসিফিকেশান

Huawei Mate 30 Pro ফোনটিতে 6.53 ইঞ্চির OLED ডিসপ্লে আছে আর আর ফোনের ওপরে নচ দেওয়া আছে। আর মেট 30 ফোনে আপনারা 6.62 ইঞ্চ্রি OLED HDR 10 ডিসপ্লে যুক্ত। আর এই ফোন দুটির মধ্যে Mate 30 তে আছে 4200mAh য়ের ব্যাটারি আর মেট 30 Pro ফোনে আছে 4500mAh য়ের ব্যাটারি যা 27W আর 40W হুয়াওয়ে সুপার চার্জার সাপোর্ট করবে। Mate 30 প্রো ফোনটিতে আপনারা ভার্চুয়াল কির বদলে ভলিউম অ্যাডজাস্টমেন্ট করতে পারে। যেমন ভাবা হয়েছিল তেমনি ফোনের 4G ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হবে আর এর 5G ভেরিয়েন্টটি কিরিন 990 SoC র সঙ্গে এসেছে।

Huawei Mate 30 Pro ফোনটি আর Huawei Mate 30 ফোনটি 8GB র‍্যাম আর 128GB/256GB র স্টোরেজে এসেছে। আর এই ফোনে আপনারা NM কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। Mate 30 Pro ফোনটি IP68 য়ের সঙ্গে এসেছে আর মেট 30 সেখানে স্প্ল্যাশ প্রুফ হিসাবে এসেছে। আর এই ফোনের সিরিজে 3D ডেপথ ক্যামেরা আছে।

Huawei Mate 30 Pro ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনে আছে দুটি 40MP র ক্যামেরা। আর  সঙ্গে আছে 8MP র ক্যামেয়া আর একটি 3D ToF ডেপথ সেন্সার। আর এই ফোনে আপন্রা সিনে ক্যামেয়া আর সুপার ক্যামেরা পাবেন।

Huawei Mate 30 ফোনে আছে ট্রিপেল ক্যামেরা সেটআপ আর এটি 40MP র মেন ক্যামেরার সঙ্গে 16MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর একটি 8MP r টেলিফটোলেন্স পাবেন। আর এই ফোনে আছে নতুন ISP SoC আর কোম্পানি দাবি করেছে যে যা ক্যামেরার নয়েস 30 % আর ভিডিওর নয়েস 20% কম করে। আর দুটি ফোনেই আছে আল্ট্রা ওইয়াইড ক্যামেরা আর ম্যাক্রো লেন্স।

এই স্মার্টফোনে EMIUI 10 দেওয়া হয়েছে আর এই ফোন গুলি এমার্ল্ড গ্রিন, স্পেস সিলভার, কসমিক পার্পল আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Huawei Mate 30 আর Mate 30 Pro র দাম

Huawei Mate 30 Pro ফোনের 4G মোডেম EUR 1100 (প্রায় 86,000টাকা) আর এর 5G ভেরিয়েন্টের দাম EUR1200 (প্রায় 94,600 টাকা)। আর Huawei Mate 30  ফোনের 8GB র‍্যাম আর 128Gb স্টোরেজ ভেরিয়েন্টের দাম  EUR 800 ( প্রায় 63,000 টাকা) রাখা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo