HTC U11 এজ সেন্স আর স্ন্যাপড্র্যাগন 835 এর সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যামেজিং সিলভার, সোফায়ার ব্লু, ব্রিলিয়ান্ট ব্ল্যাক, আইস হোয়াইট আর সেলর রেড কালার অপশনে পাওয়া যাচ্ছে

HTC U11 এজ সেন্স আর স্ন্যাপড্র্যাগন 835 এর সঙ্গে লঞ্চ হল

অনেক দিন ধরে টিজার লঞ্চ করার পরে অবশেষে HTC তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন HTC U11 তাইওয়ানে অনুষ্টিত একটি ইভেন্টে লঞ্চ করে দিয়েছে. এই স্মার্টফোনটি এজ সেন্স ফিচার যুক্ত.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফিচারে স্মার্টফোন থেকে ইন্টারঅ্যাকেশন করার একদম নতুন টেকনিক. এই স্মার্টফোনটি অ্যামেজিং সিলভার, সোফায়ার ব্লু, ব্রিলিয়ান্ট ব্ল্যাক, আইস হোয়াইট আর সেলর রেড কালার অপশনে পাওয়া যাচ্ছে. এই স্মার্টফোনটি এই মাসে গ্লোবালি লঞ্চ করা হবে.

এই স্মার্টফোনটির ইউরোপে দাম EUR 749 অর্থাত ভারতীয় মুদ্রায় প্রায় Rs.53,000. এর দাম ইউএসেতে $749 অর্থাত ভারতীয় মুদ্রায় প্রায় Rs.48,000.এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে.

আরো দেখুন: Nokia 3310 ভারতে লঞ্চ হল, এর দাম Rs.3310

এছাড়া এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসে 4GB RAM/ 64GB আর 6GB RAM/ 128GB স্টোরেজ অপশন আছে.

এই ডিভাইসের ক্যামেরা 12 MP’র. এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 16MP. এই ডিভাইসে 3000mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জিং 3.0 সাপোর্ট করে. এতে GPS/ A-GPS, GLONASS, USB 3.1 টাইপ C পোর্ট, ব্লুটুথ 4.2, Wi-Fi: 802.11 a/b/g/n/ac (2.4GHz & 5GHz) আর NFC সাপোর্ট আছে.

সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo