48 মেগাপিক্সালের HONOR 20 LITE য়ের ইউথ এডিশান লঞ্চ হল

48 মেগাপিক্সালের HONOR 20 LITE য়ের ইউথ এডিশান লঞ্চ হল
HIGHLIGHTS

ফোনটি Kirin 710F SoC যুক্ত

ফোনটি ট্রিপেল ক্যামেরা সেটআপের ফোন

Honor 20 Lite (Youth Edition) ফোনটি কোম্পানি চিনে অফিসিয়ালি লঞ্চ করেছে। আর এই ফোনটি একটি মিড রেঞ্জের ফোন যা ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। আর এই ফোনে AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনটি চিনে Honor 20 লাইটের জায়গা নেবে। আর এই ফোনটি ম্যাজিক নাইট ব্ল্যাক, ব্লু হোয়াইট জেড আর আইসল্যান্ডিং ফেন্টিস রঙে পাওয়া যাবে।

Honor 20 LIte (Youth Edition) য়ের দাম

Honor 20 Lite (Youth Edition) ফোনটির দাম 1,399 ইউয়ান মানে প্রায় 14,000 টাকা থেকে শুরু হচ্ছে আর এতে আছে 4GB র‍্যাম আর 64GB র স্টোরেজ। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 1,499 ইউয়ান মানে প্রায় 15,000 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 1,699 ইউয়ান মানে প্রায় 17,000 টাকা আর 8GB র‍্যাম আর 128GB মডেলের দাম 1,899 ইউয়ান মানে প্রায় 19,000 টাকা।

Honor 20 Lite (Youth Edition) ফোনের স্পেক্স

এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন যা 6.3 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লের ফোন। আর এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর 9.1.1 সফটোয়্যার। আর এই ফোনটি অক্টা কোর কিরিন 710 F প্রসেসার আর 8GB পর্যন্ত র‍্যাম আর 128GB পর্যন্ত স্টোরেজ অফার করে।

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে আছে 48MP র মেন সেন্সার আর সঙ্গে 16MP র সেলফি ক্যামেরা। ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।

Digit.in
Logo
Digit.in
Logo