HIGHLIGHTS
এই সেল অনলাইনে শপিং ওয়েবসাইট অ্যামাজন আর ফ্লিপকার্টে কাল থেকে শুরু হয়েছে আর এটি 12 জানুয়ারি অব্দি চলবে
গতকাল থেকে হনার ব্লকবাস্টার সেল শুরু হয়েছে। এই সেলে বেশ কিছু হনার ডিভাইসের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই সেল অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন আর ফ্লিপকার্টে হচ্ছে, এটি গতকাল থেকে শুরু হয়েছে আর 12 জানুয়ারি অব্দি চলবে। এই সেলে Honor 7X, Honor 8 Pro, Honor 9i আর Honor 6X এর ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
SurveyHonor 7X, এর ফোনটি 12,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এটি 618 টাকার নো ক্সট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাচ্ছে। এই ফোনটিতে 4GB র্যামা আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 8 Pro, এর দাম এমনিতে 29,999 টাকা তবে এবার এটি এই ডিস্কাউন্ট অফারে 25,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 6GB’র র্যাম আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 6X, ফোনটির দাম অ্যামাজনে 11,999 টাকা বলা হয়েছে তবে এই ডিস্কাউন্টের পরে এটি মাত্র 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Honor 9i, ফোনটি ডিস্কাউন্টের পরে আপনি মাত্র 17,999 টাকায় কিনতে পারবেন এই ফোনটির আসল দাম এমনিতে 19,999 টাকা বলা হয়েছে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 64GB আর এর র্যাম 4GB। এখান থেকে কিনুন।