চিনে লঞ্চ হল HONOR PLAY 3E এই ফোনের বিষয়ে সব কিছু জানুন

চিনে লঞ্চ হল HONOR PLAY 3E এই ফোনের বিষয়ে সব কিছু জানুন
HIGHLIGHTS

ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

ফোনে ফেস আলক আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে

হনার গত কাল চিনে তাদের Honor Play 3e স্মার্টফোনটি লঞ্চ করেছে আর এই ফোনটি Honor Play 3 য়ের ছোট ভার্সান। হনার প্লে 3e ফোনটিতে আপনারা 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ পাবেন আর এর দাম 699 Yan মানে প্রায় 7,077 টাকা। আর এই ফোনের 3GB র‍্যাম আর 64GB ভেরিয়েন্টের দাম 899 Yuan মানে প্রায় 9,100 টাকা। আর এই ফোনে ম্যাজিক নাইট ব্ল্যাক, অরোরা ব্লু আর প্ল্যাটিনাম গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে।

Honor Play 3e ফোনে আপনারা 5.71 ইঞ্চির ডিসপ্লে পাবেন যা 1520×720 পিক্সাল রেজিলিউশানের আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। ডিভাইসটি অক্টা কোর মিডিয়াটেক হেলিও P22 SoC র সঙ্গে এসেছে আর এই ফোনের মাইক্রো এসডি কার্ড স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 13MP র রেয়ার ক্যামেরা পাবেন আর এর অ্যাপার্চারজ f/1.8 আর এই ডিভাইসের ফ্রন্টে f/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটিতে EMUI 9.1 আছে। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে আপনারা 3020mAH য়ের ব্যাটারি পাবেন আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনে কানেক্টিভিটির জন্য আপনারা 4G VoLTE, Bluetooth 4.2, WiFi 802.11 b/g/n, GPS, GLONASS, 3.5mm অডিও জ্যাক, ডুয়াল সিম আর মাইক্রো USB পোর্ট পাবেন।

ভায়াঃ

Digit.in
Logo
Digit.in
Logo