Honor য়ের একটি নতুন বাজেট স্মার্টফোন TENAA তে দেখা গেছে

HIGHLIGHTS

Honor খুব তাড়াতাড়ি তাদের নতুন বাজেট স্মার্টফোন নিয়ে আসতে চলেছে আর এই বাজেট ফোনটি স্পেক্সের সঙ্গে TENAA তে দেখা গেছে

Honor য়ের একটি নতুন বাজেট স্মার্টফোন TENAA তে দেখা গেছে

প্রতিবছরই হুয়াওয়ে তাদের সাব-ব্র্যান্ড হনারের কোন স্মার্টফোন লঞ্চ করে আর যা আলাদা আলদা দামের রেঞ্জে আসে। আর সম্প্রতি কোম্পানি Honor 8X  আর Honor 8X Max লঞ্চ করেছে। আর এবার একটি নতুন স্মার্টফোনের ঝলক দেখা গেছে। হনারের একটি নতুন ফোন TENAA তে অ্যাপ্রুভ করা হয়েছে যা থেকে অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনটি চিনে খুব তাড়াতাড়ি আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor য়ের এই ডিভাইসটির মডেল নম্বর BKK-TL00 আর এটি স্পেক্সের সঙ্গে লিস্টেড করা হয়েছে, তবে এই ডিভাইসের ছবি দেখা যায়নি। আর স্পেক্স দেখে অনুমান করা হচ্ছে যে এটি একটি বাজেট ডিভাইস হবে।

এই স্মার্টফোনটিতে 6.26 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 720×1520 পিক্সাল। আর স্মার্টফোনটি 3,900mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ডিভাইসটি আননেমড SoC যুক্ত হতে পারে আর এর ক্লক পিড 1.8GHz আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ হতে পারে।

এই ডিভাইসের ব্যাকে 13MP+2MP র ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হবে আর ফ্রন্টে নচের ভেতর 8MP র ক্যামেরা থাকবে। আর TENAA লিস্টিং অনুসারে এর ডায়মেনশান 158.72×75.94×7.98mm আর ওজন 167.2 গ্রাম। আর সম্ভবত এই স্মার্টফোনটি ব্লু, পার্পেল আর গোল্ড কালার অপশানে পাওয়া যাবে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo