এভাবে Honor 20 সিরিজের লাইভ স্ট্রিমিং দেখুন, আজই ভারতে আসছে হনারের নতুন সিরিজ

এভাবে Honor 20 সিরিজের লাইভ স্ট্রিমিং দেখুন, আজই ভারতে আসছে হনারের নতুন সিরিজ
HIGHLIGHTS

আজ সকাল 11.30 a.m য়ে এই ইভেন্ট শুরু হবে

ফ্লিপকার্টের মাইক্রো সাইট থেকে এই ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখা যাবে

আজকে নিউ দিল্লিতে এই ইভেন্ট হবে

আজকে ভারতে হনারের Honor 20 সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। এই সিরিজের ফোনের মধ্যে Honor 20 Pro, Honor 20 আর Honor 20i ফোন গুলি আছে। আর আজকে এই ইভেন্ট সকাল 11.30 য়ে নিউ দিল্লিতে শুরু হবে। আর এই ইভেন্টটি আপনারা লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পারবেন। আর এর মধ্যে ফ্লিপকার্টে Honor 20 সিরিজের ফোন আসবে তা জানা গেছে। এর মধ্যে গত মাসে লন্ডনে Honor 20 আর Honor 20 Pro ফোন দুটি লঞ্চ হয়েছে আর সেখানে এর Honor 20i ফোনটি চিনে এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল। আর আজকে এই সব ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে।

Honor 20 সিরিজ স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট কি করে লাইভ দেখবেন

আজকে ভারতে লঞ্চ হতে চলা হনার 20 সিরিজের তিনটি স্মার্টফোন honor 20, Honor 20 pro আর Honor 20i য়ের লঞ্চ 11.30 a.m য়ে হবে। আর আপনারা এই ফোনের লাইভ স্ট্রিমিং হনারের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন।

আর এর সঙ্গে আপনাদের এও জানিয়ে রাখি যে এর মধ্যে ফ্লিপকার্ট তাদের একটি মাইক্রো সাইটের মাধ্যমে জানিয়েছে যে এখানেই এই ফোন গুলি পাওয়া যাবে। আর এই মাইক্রো সাইট থেকেও আপনারা আজকে ভারতে Honor 20 সিরিজের লঞ্চ ইভেন্ট দেখতে পারবেন।

ভারতে Honor 20 সিরিজের সম্ভাব্য দাম

আজকে ভারতে লঞ্চ হতে চলা এই ফোন গুলি এর আগেই আন্তর্জাতিক ভাবে লঞ্চ হয়েছে। আজকে এই ফোন গুলি লঞ্চ হলে এদের ভারতের দাম জানা যাবে। তবে ফোন গুলি আন্তর্জাতিক দাম থেকে ফোনের দামের অনুমান করা যেতে পারে।

ইউরোপে Honor 20 Pro ফোনের প্রাথমিক দাম EUR 599( আনুমানিক 45,500 টাকা)। আর এর সঙ্গে Honor 20 ফোনটির দাম শুরু হচ্ছে EUR 499(আনুমানিক 38,800 টাকা) থেকে।

আর Honor 20i ফোনটি চিনে চারটি ভেরিয়েন্টে লঞ্চ হ্যেছেই আর এই ফোনের বেস ভেরিয়েন্ট যা 4GB/128GB র তার দাম শুরু হচ্ছে CNY 1,5999(আনুমানিক 16,600 টাকা) থেকে। তবে ভারতে এই ফোন গুলি কটি ভেরিয়েন্টে কি রঙে আর আসবে সেই বিষয়ে ফোন গুলি লঞ্চ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত ভাবে বলা যাবে না আর এর ভারতের আসল দামের বিষয়েও বলা ফোন গুলি লঞ্চ না হওয়া পর্যন্ত সম্ভব না।

Honor 20 Pro ফোনের স্পেসিফিকেশান

এর মধ্যে এই ফোন গুলি এর মধ্যে লঞ্চ হওয়ায় এদের স্পেক্স জানা গেছে । আর সেই হিসাবেই এই ফোন গুলির স্পেক্সের কথা বলা হচ্ছে।

এই প্রো ভেরিয়েন্টে 6.26 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এই ফোনে কিরিন 980 প্রসেসার আছে আর ফোনে একটি 8GB র‍্যামের সঙ্গে 256GB ইনবিল্ড স্টোরেজ আছে।

Honor 20 Pro ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন যা 48MP র ক্যামেরার সঙ্গে একটি 16MP র সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিচ্ছে আর এর সঙ্গে এই ফোনে একটি 8MP র টেলিফটোলেন্স আছে আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 5X হাইব্রিড জুম পাবেন।

আর এর সঙ্গে এই ফোনে একটি 2MP র ক্যামেরা আছে আর এইফ অনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাতারি আছে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Honor 20 ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে একটি 6.26 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে কিরিন 980 SoC দেওয়া হয়েছে। আর ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। ফোনে কোয়াড রেয়ার ক্যামেরাতে 48MP+16MP+2MP+2MP র ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 32MP র ক্যামেরা পাবেন ফ্রন্টে।

ফোনটি 128GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত ফোন আর এই ফোনে আপনারা 3,750mAh য়ের ব্যাটারি পাবেন যা 22.5W ফাস্ট চার্জ যুক্ত।

Honor 20i ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা ওয়াটার ড্রপ নচ পাবেন আর এই ফোনে 6.21 ইঞ্চির ডিসপ্লে আছে। আর ফোনটিতে 8GB পর্যন্ত র‍্যাম আর 256GB র স্টোরেজ পাওয়া যেতে পারে।

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 24MP+8MP+2MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে।

ফোনটি 3,4000mAh য়ের ব্যাটারি যুক্ত।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo