HONOR 20 আর HONOR 20 PRO ও HONOR LITE ফোন গুলি লঞ্চ হল

HONOR 20 আর HONOR 20 PRO ও HONOR LITE ফোন গুলি লঞ্চ হল
HIGHLIGHTS

Honor 20 আর Honor 20 Pro তে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে

Honor 20 সিরিজের তিনটি ফোনের ফ্রন্ট ক্যামেরাই 32MPর

এই ফোন গুলি সামনের মাসে ভারতে লঞ্চ করা হবে

Honor অবশেষে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor 20 সিরিজের স্মার্টফোন লন্ডনের ইভেন্টে লঞ্চ করেছে। এই ফোনটি আন্তর্জাতিক ভাবে লঞ্চ হয়েছে। এই লঞ্চ ইভেন্টে Honor 20 আর Honor 20 Pro ফোন দুটি লঞ্চ হয়েছে। এই দুটি ফোন ওয়ানপ্লাসের সদ্য লঞ্চ হওয়া 7 সিরিজের ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ফোনের আরও একটি ভেরিয়েন্ট Honor 20 Lite ইউরোপের বাজারের জন্য লঞ্চ করা হয়েছে।  

আগামী মাসে ভারতে কোম্পানি তাদের এই Honor 20 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এর মধ্যেই ফোন গুলি ভারতে ফ্লিপকার্টে লিস্ট করা হয়েছে।

Honor 20, Honor 20 Pro ফোনের দাম ও অন্যান্য ডিটেল

Honor 20 ফোনটির 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম 499 ইউরো মানে প্রায় আনুমানিক 39,000 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে Honor 20 Pro ফোনটি 599 ইউরো মানে প্রায় আনুমানিক 46,000 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে আমরা যদি এই ফোনের লাইট ভার্সান মানে Honor 20 Lite ফোনটি দেখি তবে তা 299 ইউরোতে লঞ্চ করা হয়েছে মানে প্রায় আনুমানিক 23,200 টাকা।

এই ফোন গুলি কবে থেকে কেনা যাবে সেই বিষয়ে কোম্পানি কিছু জানায়নি। 20 আর 20 Pro ফোন দুটি যথাক্রমে সাফায়ার ব্লু আর মিডনাইট ব্ল্যাক আর ফ্যান্টম ব্লু আর ফ্যান্টম ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে।

HONOR 20 ফোনটির স্পেসিফিকেশান

Honor 20 ফোনটিতে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর পিক্সাল ডেনসিটি 412ppi. আর এই ফোনে কোম্পানির হিলিকন কিরন 980 অক্টা কোর SoC আছে। আর এই ফোনটি 6GB র‍্যাম আর 128GB তে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে 48MP র একটি প্রাইমারি সেন্সার, 16 মেগাপিক্সালের আল্ট্রাওয়াইড ক্যামেরা 2মেগাপিক্সালের ডেপথ অ্যাসিস্টেন্স ক্যামেরা আর একটি 2মেগাপিক্সালের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। আর সঙ্গে ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor 20 ফোনে আপনারা একটি 3,750mAh য়ের ব্যাটারি পাবেন। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফোন।

HONOR 20 PRO ফোনের স্পেসিফিকেশান

হনারের HONOR 20 Pro একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আর এই ফোনে আপনারা 6.26 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই ফোনের পিক্সা ডেনসিটি 442ppi। আর এই হনার ফোনে সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে যা পাওয়ার বটনের পাসেই আছে।

এবার এই ফোনের ক্যামেরার দিকটি দেখা যাক। Honor 20 Pro ফোনে কোম্পানি কোয়াড ক্যামেরা সেটআপ দেইয়ছে। এই ফোনে 48MP প্রাইমারি সেন্সারের ক্যামেরা আছে যা f/1.4 অ্যাপার্চারের, ফোনের 16MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার f/2.2 অ্যাপার্চার যুক্ত। আর ফোনের 8MP র টেলিফটো লেন্স f.2,4 অ্যাপার্চারের আর এর সঙ্গে এই ফোনে একটি 3X অপ্টিকাল্ক জুম আছে। আর ফোনের চতুর্থ ক্যামেরা 2 মেগাপিক্সালের যা f/2.4 অ্যাপার্চারের। আর এই ফোনে একটি 32MP র সেলফি ইয়ামেরা দেওয়া হয়েছে।

Honor 20 Pro ফোনে আপনারা হিলিকন কিরিন 980 SoC আপবেন আর এই ফোনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর হনার এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দিয়েছে যা 22.5W চার্জ সাপোর্ট করে। আর এই ফোনটি কোম্পানির দাবি অনুসারে 30 মিনিটে 50% চার্জ করে নেয়। আর এই ফোনে USB টাইপ C পোর্ট আছে।

HONOR 20 LITE য়ের স্পেসিফিকেশান

এর সঙ্গে এই সিরিজে একটি একটু কম রেঞ্জের ফোনও লঞ্চ করা হয়েছে আর তা হল কোম্পানির Honor 20 Lite আর এই ফোনটিএ আপনারা 6.21 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনে হিলিকন কিরিন 710 SoC আছে। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে এসেছে। আর এই ফোনটি EMUI 9.0 যুক্ত যা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড।

আর এই ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে- 24MP র প্রাইমারি সেন্সার, 8MP র সেকেন্ডারি সেন্সার আর একটি 2MP র সেন্সার।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo