Honor 10 Lite ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টে ভারতে 11,999 টাকায় লঞ্চ হল

Honor 10 Lite ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টে ভারতে 11,999 টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

Honor 10 Lite ফোনটি 2019 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল আর আজকে এই ফোনের একটি ছোট ভার্সান 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে

হাইলাট

  • ভারতে Honro 10 লাইটের আরও একটি ভেরিয়েন্ট লঞ্চ হল
  • এটি ফোনের 3GB/32GB ভেরিয়েন্ট
  • এর দাম 11,999 টাকা

 

ভারতে Honor তাদের ফোন Honor 10 Lite য়ের 3GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর এই নতুন ভেরিয়েন্টটি 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে, আর এর দাম 11,999 টাকা।  Honor 10 Lite ফোনটি এই বছর জানুয়ারি মাসে 4GB র‍্যামের বেস ভেরিয়েন্টের সঙ্গে ভারতে 13,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। কোম্পানির এই ডিভাইসের 6GB র‍্যাম ভেরিয়েন্টও আছে যার দাম 17,999 টাকা।

Honor বলেছে যে ভারতের বাজারে Honor 10 Lite ফোনটির দারুন রেসপন্সের পরে এই ডিভাইসের 3GB র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে সাফায়ার ব্লু আর মিডনাইট ব্ল্যাক কালারে এসেছে। Honor 10 Lite ফোনটির বৈশিষ্ট্য এর দারুন ডিজাইন, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, গ্লাস্টিক রেয়ার প্যানেল যা গ্রেডিয়েন্ট ডিজাইনের সঙ্গে এসেছে। এই ফোনে 24MP সেলফিও ক্যামেরা আছে আর এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাই য়ের সঙ্গে EMUI 9.0 তে চলে।

Honro 10 Lite ফোনে হিলিকন ক্রিন 710 প্রসেসার আছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.0 তে কাজ করে। আর এই ফোনে 6.21 ইঞ্চির IPS LCD ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 2280×1080 পিক্সা। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর স্ক্রিন টু বডি রেশিও 91%।

এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 13 আর 12মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনটি 22টি সিন রেকগজেশান সাপোর্ট যুক্ত।

ফ্রন্ট ক্যামেরাটি ফোনের ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে আর ফোনে 3,400 mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo