Google Pixel 2 আর Pixel 2 XL স্মার্টফোন দুটি 27 অক্টোবর ভারতে লঞ্চ হবে

HIGHLIGHTS

Pixel 2 তে 5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে, আর সেখানে Pixel 2 XL ফোনটিতে 6 ইঞ্চির HD ডিসপ্লে আছে যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত এই স্মার্টফোন দুটির প্রি-অর্ডার 26 অক্টোবড় থেকে শুরু হবে

Google Pixel 2 আর Pixel 2 XL স্মার্টফোন দুটি 27 অক্টোবর ভারতে লঞ্চ হবে

Google এর নতুন Pixel 2 আর Pixel 2 Xl স্মার্টফোন দুটি 27 অক্টোবর ভারতে লঞ্চ হবে। কোম্পানি এর জন্য মিডিয়া ইনভিটেশান পাঠানো শুরু করে দিয়েছে এই ফোন দুটি 26 অক্টোবর থেকে প্রি-অর্ডার করা যাবে। আপনাদের মনে করিয়েদিযে Google Pixel 2 আর Pixel 2 XL এই মাসের শুরু দিকে লঞ্চ হয়েছিল। দুটিফোনই স্পেশিফিকেশানের ক্ষেত্রে একরকমের এই স্মার্টফোনদুটির মধ্যে বড় পার্থক্য এর স্ক্রিন সাইজ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Pixel 2 ফোনটিতে 5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে, আর সেখানে Pixel 2 XL ফোনটিতে 6 ইঞ্চির QHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত আর দুটি ফোনই কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 SoC আর 4GB র‍্যাম যুক্ত। দুটি ফোনে 64GB আর 128GB’র স্টোরেজ আছে।

ভারতে এই স্মার্টফোন দুটির দাম কত হবে সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি। কিন্তু US তে Pixel 2 এর দাম $649 (প্রায় Rs 42,000) আর Pixel 2 XL এর দাম $849 (প্রায় Rs 55,000) থেকে শুরু হয়। এই দুটি ফোনেই 12.2MP’র রেয়ার ক্যামেরা অফার করা হয়েছে যা f/1.8 অ্যাপার্চার যুক্ত, আর এই দুটি ডিভাইসই DXOMark এ 98 স্কোর করেছে। যার ফলে এই স্মার্টফোন দুটিকে সব থেকে বেশি হাই রেটস যুক্ত স্মার্টফোন বলে মনে করা হয়। কোম্পানি দাবি করেছে যে এতে থাকা প্রসেসার HDR+ মোড 5 গুন বেশি স্পিডে কাজ করতে পারে।

এছাড়া, Google, HTC স্মার্টফোন ডিভিসানে অধিগৃহীত এই ফোনে দেখা যেতে পারে। এর নতুন অ্যাক্টিভ এজ ফিচারের মাধ্যমে ইউজার্স ফোনের ধারে স্ক্রুইঞ্চ করে গুগল অ্যাসিস্টেমস লঞ্চ করতে পারবে, যা HTC U11 এ দেখা গেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo