আরও একবার XIAOMI বিজয়ী, 129 দিনের মধ্যে সারা বিশ্বে 10 মিলিয়ান REDMI NOTE 7 সিরিজ বিক্রি করেছে

আরও একবার XIAOMI বিজয়ী, 129 দিনের মধ্যে সারা বিশ্বে 10 মিলিয়ান REDMI NOTE 7 সিরিজ বিক্রি করেছে
HIGHLIGHTS

Redmi Note 7 সিরিজের ফোনে Redmi Note 7, Redmi Note 7 Pro আছে

Redmi Note 7 য়ের সেল বন্ধ হয়েছে

চিনের স্মার্টফোন কোম্পানি Xiaomi আরও একবার তাদের প্রতিপত্তি বজায় রেখেছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে মিড রেঞ্জ ফোন Redmi Note 7 সিরিজ লঞ্চ করার পরে কোম্পানি তাদের স্মার্টফোন বিক্রির বিষয়ে আরও একবার আলোচনার কেন্দের। কোম্পানির CEO Lei Jun চিনে সোশাল মিডিয়া সাইট Weibo তে জানিয়েছে যে 129 দিনের মধ্যে সারা বিশ্বে Redmi Note 7 সিরিজের 10 মিলিয়ান মানে 1 কোটি ডিভাইস বিক্রি হয়েছে আর এই বিষয়ে কোম্পানি একটি পোস্টারের মাধ্যমে জানিয়েছে।

তিনি জানান যে Redmi Note 7 একটি নতুন দিকে পৌঁছেছে। যেমনট GSM Arena র রিপোর্টে বলা হয়েছে যে একটি পোস্টে Redmi K20 ফোনটি লঞ্চ ইভেন্টের কথা বলা হয়েছে যা চিনে 28 মে লঞ্চ করার কথা।

Xiaomi Redmi Note7, Redmi Note 7 Pro আর Redmi Note 7s য়ের দাম

আমরা যদি দামের বিষয়ে বলি তবে Redmi Note 7 ফোনটির প্রাথমিক দাম 9,999টাকা। আর সেখানে Redmi Note 7 Pro ফোনটির প্রাথমিক দাম 13,999টাকা। আর সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7s য়ের দাম 10,999টাকা রাখা হয়েছে।

Xiaomi Redmi Note 7, Redmi Note 7s, Redmi Note 7 Pro র স্পেসিফিকেশান

Xiaomi Redmi Note 7 ফোনটিতে প্রাইমারি ক্যামেরার 12MP+2MP আর আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 660 SoC দেওয়া হয়েছে। আর সেখানে Redmi Note 7S আর Redmi Note 7 Pro ফোনের ব্যাকে 48MP+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই দুটি ফোনে আপনারা 6.3 ইঞ্চির ফুল HD+ ডট নচ পাবেন। আর এই নচে কোম্পানি 13MP র সেলফি ক্যামেরা দিয়েছে।

আর Redmi Note 7S ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 660 চিপসেট দেওয়া হয়েছে আর এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর সেখানে Redmi Note 7 Pro ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 675 SoC পাবেন। আর এই ফোনে র স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা জায়। আর এই ফোনে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এতে USB Type C পোর্ট আছে যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo