Gionee S10 ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল

Gionee S10 ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 4GB র্যা ম আর 64GB’র ইন্টারনালস্টোরেজ আছে

চিনের মোবাইল ফোন কোম্পানি Gionee তাদের S10 সিরিরজের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আপনাদের বলেদি যে Gionee S10 গত বছর লঞ্চ হওয়া Gionee S9 এর আপগ্রেডেট ভার্সান।    

এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই স্মার্টফোনে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনালস্টোরেজ আছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নোউগাটে কাজ করে। এই স্মার্টফোনটিতে ব্যাক আর ফ্রন্ট প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

এই ডিভাইসের ব্যাক প্যানেলে 13MP আর 5MP’র রেয়ার ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 16MP’র। এই ডিভাইসে 3700mAh নন রিমুভেবেল ব্যাটারি আছে। কানেক্টিভিটির জন্য এই ফোন্টিতে 4G VoLTE, ব্লুটুথ,ওয়াই-ফাই আছে।

এই ফোনটি ব্ল্যাক আর গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এই হ্যান্ডসেটটির মেজারমেন্ট 154.5 × 76 × 7.6 mm আর ওজন 176 গ্রাম।

এই ডিভাইসের দাম CNY 2,599 অর্থাৎ প্রায় Rs 24,400 হবে। কোম্পানি এই ফোনটির কানেক্টিভিটি ফিচারের কোন খবর দেয়নি। এই ডিভাইসের অপারেটিং সিস্টেম MediaTek Helio P25 SoC।

Gionee S10B এর দাম Rs. 20,700 । এই ডিভাইসেও ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এই ডিভাইসে 16MP’র ফ্রন্ট ক্যামেরা আর 13MP ও 5MP’র রেয়ার ক্যামেরা আছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের ব্যাটারি 3700mAh।

Gionee S10C এর দাম প্রায় Rs 15,000 । এর ফ্রন্ট ক্যামেরা 13MP আর রেয়ার ক্যামেরা 16MP’র। এই ডিভাইসে 5.2ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের ব্যাটারি 3100mAh।

সোর্স:

Digit.in
Logo
Digit.in
Logo