10,000mAh ব্যাটারি, 8GB র‌্যামের সাথে বাজারে হাজির Gionee M30, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার

10,000mAh ব্যাটারি, 8GB র‌্যামের সাথে বাজারে হাজির Gionee M30, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার
HIGHLIGHTS

Gionee বাজারে নিয়ে এসছে 10,000mAh ব্যাটারির সাথে Gionee M30

Gionee M30 ফোনে স্লিক ডিজাইনে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে

Gionee M30 মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর দেওয়া হয়েছে যার সাথে থাকছে 8 জিবি র‌্যাম

Gionee M30 Launched: বর্তমান সময় এমন একটি স্মার্টফোন বাজারে হাজির হয়েছে যা 10,000mAh ব্যাটারি সহ আসে। হ্য়াঁ, সাধারণত এত বড় ব্যাটারি একটি ট্যাবলেটে পাওয়া যায়। আপনি যদি আপনার স্মার্টফোনের 4000-5000mAh ব্যাটারি নিয়ে খুশি না থাকেন তবে এই খবরটি আপনার জন্য়। এখন Gionee বাজারে নিয়ে এসছে 10,000mAh ব্যাটারির সাথে Gionee M30।

Gionee M30 ফোনে স্লিক ডিজাইনে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারির সাথে থাকছে 25W এর ফাস্ট চার্জিং সপোর্ট। এই ফোনে বড় ব্যাটারি হওয়ার কারণ এটির ওজন ৩০৫ গ্রাম।

Gionee M30 ফোনের ফিচার্স সম্পর্কে যদি কথা বলি তবে ফোনের রয়েছে 6 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। এগুলি ছাড়া এই ফোনে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেওয়া যা 16 মেগাপিক্সেলের। এর পাশাপাশি সেলফির জন্য় ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেলের মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া।

জিওনি এম ৩০ ফোনের পারফরম্যান্সে নিয়ে যদি কথা বলি তবে, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর দেওয়া হয়েছে যার সাথে থাকছে 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ। এই ফোনের ব্যাটারি দিয়ে আপনি অন্য় ফোন বা ডিভাইস ও চার্জ করতে পারেন। এছাড়া ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, হেডফোন জ্যাক এবং ডুয়াল সিম সপোর্ট। Gionee M30 ফোনে দাম চীনে 1,399 চাইনিজ ইউয়ান অর্থাৎ প্রায় 20,000 টাকা। এই ফোনটির বিক্রি 31 আগস্ট থেকে শুরু করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo