FLIPKART টিজার অনুসারে স্যামসাং গ্যালাক্সি S10 লাইট ভারতে 23 জানুয়ারি লঞ্চ হতে পারে

FLIPKART টিজার অনুসারে স্যামসাং গ্যালাক্সি S10 লাইট ভারতে 23 জানুয়ারি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

স্যামসাং তাদের গ্যালাক্সি S10 লাইট ফোনটি ভারতে লঞ্চ করবে

ফ্লিপকার্ট অনুসারে এই ফোনটি সম্ভবত 23 জানুয়ারি লঞ্চ করা হবে

এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC যুক্ত হবে

স্যামসাং তাদের Galaxy S10 Lite ফোনটি এই বছর লঞ্চ করবে নোট 10Lite ফোনের সঙ্গে। এই ফোন গুলি ভারতে আসবে কিনা সেই বিষয়ে এর আগে কিছু জানা জায়নি। আর এখন ভারতে S10 Lite য়ের একটি টিজার থেকে জানা গেছে যে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট তাদের সাইটে এই ফোনের একটি মাইক্রোসাইট বানিয়েছে, সেখানে বলা হয়েছে যে এই ফোনটি 23 জানুয়ারি ভারতে আসবে। ফ্লিপকার্টে Samsung Galaxy S10 Lite য়ের টিজার থেকে বলা হচ্ছে যে এই ফোনটি 23 জানুয়ারি ভারতে লঞ্চ করা হবে।

Samsung Galaxy S10 Lite য়ের ডিসপ্লে আর পার্ফর্মেন্স

Samsung Galaxy S10 Lite ফোনটি 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED প্লাস ইনফিনিটি O ডিসপ্লের সঙ্গে আসবে। আর এই ফোনের রেজিলিউশান 2400×1080p। আর এই ফোনে 7nm 64 বিট অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC থাকবে। ফোনটি 6GB আর 8GB র LPDDR4x RAM আর 128GB র ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড OneUI 2.0 যুক্ত যা অ্যান্ড্রয়েড 10 বেসড।

Samsung Galaxy S10 লাইট ফোনের ক্যামেরা

Samsung Galaxy S10 Lite ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে আসবে। আর এই ফোনে 48MP র ,মেন ক্যামেরা থাকবে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত হবে। আর এই ফোনে একটি 12MP র আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা থাকবে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা পাবেন। এই S10 লাইট ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে 4500mAh য়ের ব্যাটারি আর 25W সাপোর্ট করবে।

Samsung Galaxy S10 লাইট ফোনটির সম্ভাব্য দাম

এই ফোনটির দামের বিষয়ে এখনও স্যামসাং কিছু জানায়নি। এই ফোনটি সম্ভত 50,000 টাকার মধ্যে বা তার থেকে কিছু বেশিতে আসবে। আর এর সঙ্গে এর কোন র‍্যাম ভেরিয়েন্ট কিনছেন তার ওপরে এই ফোনের দামের দিকটি নির্ভর করছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo