Flipkart Women’s Day Sale: স্মার্টফোন থেকে ল্যাপটপ সহ একাধিক প্রোডাক্টে দারুন অফার
আজকে আন্তর্জাতিক মহিল দিবস উপলক্ষে ফ্লিপকার্ট একটি বিশেষ সেল নিয়ে এসেছে, এই অফারে আখেন স্মার্টফোন থেকে ল্যাপটপ ও আরও অনেক প্রোডাক্টে দারুন সব অফার দিচ্ছে, এই সেল 7 মার্চ থেকে শুরু হয়েছে আর আজকে 8 মার্চ পর্যন্ত চলবে
ফ্লিপকার্টে ওয়মেন্স ডে উপলক্ষে স্পেশাল সেল চলছে, এই সেল 7 মার্চ থেকে শুরু হয়েছে আর এটি আজ মানে 8 মার্চ পর্যন্ত চলবে। এই সেলে অনেক জিনিস কেনা যাবে। এর মধ্যে স্মার্টফোন বা ল্যাপটপ যেমন আছে, তেমনি আছে আরও অনেক প্রোডাক্ট। আর আজকে আমরা সেই সব প্রোডাক্টের মধ্যে থেকে কিছু প্রোডাক্টের বিষয়ে বলব।
Surveyফ্লিপকার্টের অফার
Apple iPhone XR
আপনারা যদি এই ফোনটি কিনতে চান তবে আজকে এই ফোনটি ফ্লিপকার্টে মাত্র 67,999 টাকায় কেনা যাচ্ছে। আর এর ওপরে 8,901 টাকা অফ পাবেন আর এই ফোনটির সঙ্গে যদি ফোন এক্সচেঞ্জ করে কিনতে চান তবে আপনারা এটি প্রায় 17,450 টাকার ডিস্কাউন্টে কিনতে পারবেন।
Google Pixel 2 XL
এই ফোনটি আপনারা এখানে মাত্র 37,999 টাকায় কিনেত পারবেন আর এই ফোনটি আপনারা 7,500 টাকা ডিস্কাউন্টে কিনেত পারবনে আর এর সঙ্গে এক্সচেঞ্জ অফারে এটি প্রায় 17,450 টাকার এক্সচেঞ্জে কিনতে পারবেন।
Samsung Galaxy S8
আজকে এই দারুন স্যামসাং ফোনটি আপনারা এখানে মাত্র 30,990 টাকায় কিনতে পারবেন আর এই ফোনটিতে আপনারা 1,000 টাকার ডিস্কাউন্টের সঙ্গে এক্সচেঞ্জ অফারে 15,850 টাকার ডিস্কাউন্ট পেতে পারেন।
Asus Zenfone 5Z
আজকে এই দারুন আসুসের ফোনটি আপনারা এই অফারে কিনলে মাত্র 24,999 টাকায় কিনতে পারবেন। আর এটি আপনারা এখানে 8,000 টাকার ডিস্কাউন্টে কিনতে পারবেন আর সঙ্গে থাকবে এক্সচেঞ্চ অফারে 15,850 টাকার এক্সচেঞ্জ অফার।
Moto One Power
আপনারা যদি এই অ্যান্ড্রয়েড ওয়ান ফোনটি কিনতে চান তবে এটি আপনারা আজকে এখানে মাত্র 13,999 টাকায় কিনতে পারবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 2,000 টাকা অফ পাচ্ছেন। আর এই ফোনটি যদি একচেঞ্জ অফারে কেনেন তবে এটি আপনারা 13,750 টাকা পর্যন্ত এক্সচেঞ্জে কিনতে পারবেন।
Xiaomi Redmi Note 6 Pro
এই শাওমির ফোনটির সাক্সেসার এই সময়ে বাজারে এসে গেছে তবে এই Redmi Note 6 Pro ফোনটি যদি আপনারা কিনতে চান তবে এই ফোনে আপনারা আজকে 13,999 টাকায় কিনতে পারবেন আর এই ফোনটি এক্সচেঞ্জ অফার 13,750 টাকা পর্যন্ত অফারে কেনা যাবে।
AsusZefone Max Pro M2
আর এই ফোনটি আপনারা আজকে এখানে 11,999 টাকায় কিনেত পারবেন আর এই ফোনে 3,000 টাকার অফ পাওয়া যাচ্ছে আর এই ফোনটি এক্সচেঞ্জ অফারে 11,950 টাকা তে পেতে পারেন। আর এই ফোনের অন্য একটি ভেরিয়েন্টও আপনারা এই সেলে কিনতে পারবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।