REALME 5I প্রথম আপডেট পাচ্ছে

REALME 5I প্রথম আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

এই আপডেটের সাইজ 2.59GB

মডেল নাম্বার RMX2030EX_11_A.14

রিয়েলমি সম্প্রতি তাদের নতুন ফোন Realme 5i ভারতে লঞ্চ করেছে। আর এবার কোম্পানি তাদের এই বাজেট ফোনের জন্য প্রথম আপডেট দিয়ে দিয়েছে।

এই আপডেটের মডেল নাম্বার RMX2030EX_11_A.14 আর এই আপডেটের সাইজ 2.59GB। আপডেট 2019 য়ের সিকিউরিটি প্যাচে এসেছে। আর এই আপডেটে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আর ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রেডনেস ইস্যুর সমস্যাও ঠিক করা হয়েছে। আর এছাড়া এতে আরও কিছু জিনিস এই আপডেটে ঠিক করা হয়েছে।

স্পেক্সের ক্ষেত্রে এই Realme 5i ফোনে আপনারা 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 720×1600 পিক্সাল আর ফোনের ফ্রন্টে একটি ওয়াটারড্রপ নচ আছে। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 SoC। আর এই ফোনে অ্যান্ড্রয়েড পাই নির্ভর ColorOS 6.0.1 আছে। ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আছে 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফোনের 2 মেগাপিক্সালের ডেপথ সেন্সারের সঙ্গে আছে 2MP র ম্যাক্রো ক্যামেরা। আর ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র ক্যামেরা।

ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি আর এই ফোনের ব্যাটারি 10W ফাস্ট চার্জ যুক্ত। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo