Nokia 8110 4G ‘Banana Phone’ ভারতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেল

Nokia 8110 4G ‘Banana Phone’ ভারতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেল
HIGHLIGHTS

ভারত সেই দেশের মধ্যে একটি যেখানে সবার আগে Nokia 8110 4G ফোনটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেল, ইউজার্সরা WhatsApp য়ের জন্য Nokia Store থেকে ডাউনলোড করে এই ফিচার ফোনে ব্যাবহার করতে পারবেন

হাইলাইট

  • Nokia 8110 4G ফোনটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাচ্ছে
  • Nokia স্টোরের মাধ্যমে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে
  •  এই ফোনটি KaiOS য়ে চলে

 

নিজের ডিজাইনার কালারের জন্য এই ফোনটিকে ব্যানানা ফোন বলা হয় আর এই Nokia 8110 4G ফোনটির এই ডিজাইন এর অন্যতম বড় বৈশিষ্ট্য/ আর ভারতে এবার এই ফোনটি হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাচ্ছে। HMD Global জানিয়েছে যে  Nokia 8110 4G ফোনটি ভারতের ইউজার্সদের জন্য এবার হোয়াটসঅ্যাপ পেয়েছে যা নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

আপনাদের বলে রাখি যে এই ফোনটি KaiOS য়ে চলে আর এই অপারেটিং সিস্টেমে জিওফোন 2 ও চলে। আর এবার HMD Global বলেছে যে ভারত সেই সব দেশের মধ্যে অন্যতম যারা এই Nokia 8110 4G ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাচ্ছে। আর Nokia 8110 4G ফোনটি MWC 2018 তে প্রথমে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটি 2018 র অক্টোবড় মাসে ভারতে এসেছি।ল। গেমারদের জন্য এই ফোনে ‘স্নেক গেম’ য়ের নতুন ভার্সান দেওয়া হয়েছিল। এই Nokia 8110 4G ফোনের ইউজার্সরা ভারতে এই মেসেঞ্জিং অ্যাপটি নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

Nokia 8110 4G ব্যানানা ফোনটি ভারতে 5,999 টাকায় কেনা যায়। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় আর এই ফোনটি অনলাইনেও কেনা যায়।

Nokia 8110 4G Banana Phone য়ের বৈশিষ্ট্য

Nokia 8110 4G ব্যানানা ফোনে আপনারা 2.45 ইঞ্চির UVGA কার্ভড স্কম্রিন ডিসপ্লে পাবেন। আর এটি 1.1 GHz ডুয়াল কোর স্ন্যাপড্রাগন 205 চিপসেট যুক্ত আর এর সঙ্গে এই ফোনে 512MB র‍্যাম আছে। আর এই স্মার্টফোনটিতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে আর সঙ্গে আছে 2MP র রেয়ার ক্যামেরা। সেলফির জন্য এই ফোনের ফ্রন্টে ক্যামেরা দেওয়া হয়নি। আর এই ফোনে ইনবিল্ট স্টোরেজ 4GB যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

এই স্মার্টফোনটি 4G VoLTE, Wi-Fi 802.11/b/g/n, ইত্যাদি যুক্ত আর এই ফোনটি IP 52 ড্রিপ প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে আপনারা একটি 1,5000mAh য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo