Essential PH-1 নতুন কালার অপশানে লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

Essential PH-1 ডিভাইসটি ব্লু বা গ্রিন কালারের নতুন অপশানে আসতে পারে

Essential PH-1 নতুন কালার অপশানে লঞ্চ হতে পারে

Essential PH-1 স্মার্টফোনটি লঞ্চ করার পড়ে কোম্পানি এই ফোনটি আপডেট করার জন্য ব্যাকগ্রাউন্ডে চুপুসারে কাজ করছে। কোম্পানি নতুন ক্যামেরা আর শুটিং ফেসিলিটির সঙ্গে এই ফোনটির আপডেশান করছে। আর এর সঙ্গে ওরিও বিটা টেস্টিং করা হয়েছে। এমনকি অ্যাক্সার রেডিট AMAsও রাখা হয়েছে যাতে গ্রাহকদের কোন সমস্যা বা প্রশ্ন থাকলে সেই বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়। এগুলি হল ফ্লিপকার্টের সেরা বিক্রিত স্মার্টফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি টুইটারে একটি টিজার পোস্ট করেছে, সেতি অনুসারে কোম্পানির এই ডিভাইসটি নতুন কালার অপশানের সঙ্গে আসতে পারে। টুইটারে বলা হয়েছে যে “একটি নতুন ওয়েব আসতে চলেছে” মানে এটাই বোঝানো হয়েছে যে এই ডিভাইসটি ব্লু আর গ্রিন কালারে আসতে পারে, যা নিয়ে কোম্পানি PH-1এর আগে প্রি-অর্ডারের কথা ঘোষনা করেছিল।

টিজারে আজ মানে 15 ফেব্রুয়ারির তারিখ দেওয়া হয়েছে, এর মানে এরকম হতে পারে যে PH-1 ডিভাইসটি নতুন কালার অপশানে লঞ্চ হয়ে যাবে। যদিও এখনি এই ফোনটি প্রি অর্ডার করা সম্ভব হবে বলে মনে হয়না।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo