NOKIA র নতুন ফোন 64MP র কোয়াড ক্যামেরা আর পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে 5 ডিসেম্বর লঞ্চ হবে

NOKIA  র নতুন ফোন 64MP র কোয়াড ক্যামেরা আর পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে 5 ডিসেম্বর লঞ্চ হবে
HIGHLIGHTS

ফোনে স্ন্যাপড্র্যাগন 735 চিপসেট থাকবে

আর এই ফোনটি 5 ডিসেম্বর লঞ্চ করা হবে

Nokia 5.2 আর Nokia 2.3 ফোন দুটিও লঞ্চ করা হতে পারে

HMD গ্লোবাল তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে 5 ডিসেম্বর একটি ইভেন্ট করবে। আর এর সঙ্গে এই লঞ্চ ইভেন্টে নোকিয়া স্মার্টফোন লঞ্চ করা হবে। আর টুইটার থেকে এই ফোনের বিষয়ে কিছু জানা না গেলেও এই দিন একাধিক ফোন লঞ্চ করা হতে পারে।

Nokia 8.2

5 ডিসেম্বরের ইভেন্টে Nokia 8.2 ফোনটি আসতে পারে কারন এক বছর আগে কোম্পানি তাদের Nokia 81. ফোনটি লঞ্চ করেছিল। আর এবার মনে হচ্ছে যে Nokia 8.2 ফোনটি এবার লঞ্চ করা হতে পারে।

রিপোর্ট অনুসারে এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 735 থাকতে পারে। আর এই ফোনে আপনারা একটি 8GB র‍্যাম আর 256Gb স্টোরেজ পেতে পারে। আর এই ফোনে 64MP র কোয়াড ক্যামেরা থাকতে পারে আর ফোনে পপ আপ সেলফি ক্যামেরা থাকতে পারে।

Nokia 5.2

গত বছর মানে 2018 সালে নোকিয়া Nokia 2.1, Nokia 3.1, Nokia 6.1, আর Nokia 7.1য়ের পররের জেনারেশানের ফোন লঞ্চ করেছে আর সেখানে HMD Global এখন তাদের Nokia 5.1 আনার কথা ভাবছে। আর এই 5 ডিসেম্বর হয়ত কোম্পানি এই ইভেন্টে  Nokia 5.2 স্মার্টফোন লঞ্চ করতে পারে।

Nokia 2.3

এই মাসের প্রথমে Nokia 2.3 ফোনে আপনারা একটি লিক ডিভাইস আর এই ফোনে তিনটি কালার ভেরিয়েন্ট থাকবে। আর এই ফোনটি লঞ্চ হওয়া Nokia 2.2 ফোনের আপগ্রেটেড ভার্সান।

এই তিনটি ফোন  সামনের 5 তারিখে লঞ্চ করা হতে পারে আর এর সঙ্গে কোম্পানবি হয়ত Nokia 8.2 ফোনটি আনতে পারে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo