Coolpad Cool Play 6 লঞ্চ হল, এতে 6GB র্যাম আর 13MP ডুয়াল ক্যামেরা আছে

Coolpad Cool Play 6 লঞ্চ হল, এতে 6GB র্যাম আর 13MP ডুয়াল ক্যামেরা আছে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাট অপারেটিং সিস্টেমে কাজ করে

Coolpad Cool Play 6 স্মার্টফোনটি চিনে লঞ্চ করা হয়েছে. এটি গোল্ড আর ব্ল্যাক রঙে কেনা যাবে. এর দাম 1499 Yuan (প্রায় Rs.8,947), এই স্মার্টফোনটি 16ই মে সেলের জন্য পাওয়া যাবে.

Coolpad Cool Play 6 স্মার্টফোনে একটি প্রিমিয়াম মেটাল বডি আছে. এর সঙ্গে এই ফোনে 5.5 ইঞ্চির ফুল HD ইন-সেল ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল. এতে অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 653 প্রসেসার আছে. এটি অ্যাড্রিনো 510 GPU যুক্ত. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে.এতে 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে, এর সঙ্গে এর স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো সম্ভব.

আরো দেখুন: এবার Aircel দিচ্ছে ফ্রি ডাটা, এই হল তার কারন…

Coolpad Cool Play 6 স্মার্টফোনের ক্যামেরা কেমন টা দেখা যাক, এতে 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে. এর সঙ্গে তে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে. এই ফোনটিতে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এতে 4060mAh এর ব্যাটারি আছে. এই ফোনে রেয়ার অংশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে. এটি 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS আর USB টাইপ C পোর্টের মতন ফিচার আছে. এর থিকনেস 8.45mm আর এর ওজন 170 গ্রাম. এই স্মার্টফোনটি অন্যন্য বাজারে কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনও কোন খবর পাওয়া যায়নি.

আরো দেখুন: Zen Admire Joy ভারতে লঞ্চ হল, এটি 4G VoLTE ফিচার যুক্ত স্মার্টফোন

আরো দেখুন: Apple iPhone 5s এবার পাওয়া যাবে অনেক সস্তায়

ইমেজ সোর্স:

Digit.in
Logo
Digit.in
Logo