Vivo V15, Oppo F11 Pro আর Xiaomi POOCO F1 তিনটি ফোনের তুলনা

Vivo V15, Oppo F11 Pro আর Xiaomi POOCO F1 তিনটি ফোনের তুলনা
HIGHLIGHTS

আমরা আজকে আপনাদের Vivo V15 ফোনের সঙ্গে Oppo F11 Pro আর Xiaomi POCO F1 ফোনের একটি তুলনা করে দেখব

ভারতে ভিভো সম্প্রতি তাদের ফোন Vivo V15 আর Vivo V15 Pro ফোন দুটি লঞ্চ করেছে, আর এই দুটি স্মার্টফোনে আপনারা নচ ছাড়া একটি ফুল ভিউ ডিসপ্লে পাবেন, আর এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য এটিই। আর এছাড়া এই ফোনে আপনারা পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে স্পেক্স আর ফিচার্সের সঙ্গে Oppo F11 Pro ফোনটিও টক্কর দেয়।

আর এছাড়া এই ফোনে আপনারা এই দামে পপ আপ সেলফি ক্যামেরাও পাবেন। আর এই সেগমেন্টে আরও একটি ফোন আছে সেই ফোনে অবশ্য কোন পপ আপ সেলফি ক্যামেরা নেই। আর এতে আপনারা ফ্ল্যাগশিপ গ্রেডের স্পেক্স অবশ্য পাবেন, আমরা আসলে POCO F1 ফোনের বিষয়ে বলছি। আসুন দেখা যাক যে এই তিন ফোনের দাম স্পেক্স আর ফিচার্সের মধ্যে পার্থক্য কোথায়।

ফোনের স্পেসিফিকেশান

Vivo V15 আর OPPO F1 Pro ফোনে আপনারা পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর এই ফোন দুটি নচ ছাড়া একটি বড় ডিসপ্লে দিচ্ছে। আর এছাড়া এই দুই স্মার্টফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে পাবেন। আর এই ফোনের সঙ্গে আমরা যদি POCO F1 ফোনটি দকেহি তবে এই ফোনে আপনারা 6.18 ইঞ্চির FHD+ স্ক্রিন পাবেন।

আর এছাড়া আমরা যদি ফোনের প্রসেসার ইত্যাদিএর বিষয়ে যদি বলি তবে Vivo V15 আর OPPO F11 Pro ফোনে আপনারা হেলিও P70 অক্টা কোর প্রসেসার আর 6GB র‍্যাম পাবেন আর সেই সঙ্গে এর স্টোরেজ 64GB । আর আপনাদের বলে রাখি যে POCO F1 ফোনে আপনারা কোয়াল্কমের গত বারের ফ্ল্যাগশিপ প্রসেসার 845 পাবেন আর এর সঙ্গে এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই তিনটি ফোনে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পাবেন।

তিনটি ফোনের ক্যামেরা

এই তিনটি ফোনে আপনারা AI ক্যামেরা পাবেন তবে তিনটি ফোনে আলাদা সেন্সার আছে। OPPO F11 Pro ফোনে আপনারা একটি 48MP র প্রাইমারি সেন্সার পাবেন আর এর সঙ্গে ফোনে একটি 5MP র সেকন্ডারি সেন্সার আছে। আর সেখানে Vivo V15 ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আছে আর এর মধ্যে একটি ফোনে 24MP র প্রাইমারি সেন্সার আছে আর একটি 8MP র সেকেন্ডারি সেন্সার দেওয়া হয়েছে আর সঙ্গে ফোনে একটি 5MP র তৃতীয় সেন্সার আছে।

আর সেখানে POCO F1 ফোনে আপনারা একটি 12MP র প্রাইমারি ক্যামেরা পাবেন আর সঙ্গে একটি 5MP র সেকন্ডারি সেন্সার আছে। আর এছাড়া ফ্রন্টে আপনারা POCO F1 ফোনে একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর সেখানে Vivo V15 য়ে ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা আছে। আর সেখানে OPO F11 Pro ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

দাম আর কোথায় পাওয়া যায়

আমরা যদি Vivo V15 ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনটি আপনারা 23,990 টাকায় কিনতে পারবেন আর সেখানে OPPO F11 Pro ফোনটি আপনারা অ্যামাজন থেকে মাত্র 24,990 টাকায় কিনতে পারবেন। আর সেখানে POCO F1 ফোনটি আপনারা 64GB ভেরিয়েন্টটি 19,999 টাকায় আর এর 128GB ভেরিয়েন্টটি আপনারা 28,999 টাকায় কিনতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo