Compare Realme Narzo 80 Lite 5G vs iQOO Z10 Lite 5G Price under Rs 10000 which is best
ভারতে সম্প্রতি দুটি নতুন বাজেট স্মার্টফোন Realme Narzo 80 Lite 5G এবং iQOO Z10 Lite 5G লঞ্চ করা হয়েছে। আজ রিয়েলমি নারোজ ৮০ লাইট ফোনের প্রথম সেল। এই দুটি স্মার্টফোন 10 হাজার টাকার কম দামে বাজারে লঞ্চ করা হয়েছে। আইকিউর লেটেস্ট বাজেট ৫জি স্মার্টফোনে MediaTek Dimensity 6300 এবং 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনেও একই 6000mAh এর বড় ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট। একই প্রসেসর, ব্যাটারি এবং দাম হওয়া সত্ত্বেও পার্থক্য কোথায়, আসুন জেনে নেওয়া যাক।
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে 6.74-ইঞ্চি LCD স্ক্রিন যা 1600×720 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 625 নিট পিক ব্রাইটনেস অফার করে। পাশাপাশি, আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে থাকছে 6.74-ইঞ্চি HD+ LCD, 90Hz, 1000 নিট ব্রাইটনেস।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল 7550mAh ব্যাটারি সহ POCO F7 ফোনের দাম, থাকবে Snapdragon 8s Gen 4 চিপসেট
প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি MediaTek Dimensity 6300 (6nm) এ কাজ করে। পাশাপাশি, আইকিউ জি১০ লাইট ৫জি ফোনেও একই প্রসেসর MediaTek Dimensity 6300 (6nm) পাওয়া যাবে।
মেমোরি হিসেবে নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি, আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 32MP GALAXYCORE GC32E2 AF ক্যামেরা অফার করে। সেলফি তোলার জন্য এতে 8MP AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা 50MP+2MP ডেপথ সেন্সর অফার করে। এতে 8MP AI সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি, 15W চার্জিং + 5W রির্ভাস চার্জিং অফার করে। সাথে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 6000mAh ব্যাটারি, 15W চার্জিং সাপোর্ট দেওয়া।
অপারেটিং সিস্টাম হিসেবে রিয়েলমি ফোনটি Android 15, Realme UI 6.0 তে কাজ করে। আইকিউ ফোনটি Android 15, FunTouch OS 15 তে কাজ করে।
দামের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে। ফোনের প্রথম সেলে 500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। Amazon সাইটে এই ফোনের 4GB মডেলটি 9999 টাকায় কেনা যাবে।
নতুন আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি 9999 টাকা দামে ভারতে আনা হয়েছে। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি 10,999 টাকা দামে আনা হয়েছে। পাশাপাশি, 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা। তবে কোম্পানি 500 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার পরে আইকিউ ফোনের দাম কমে হয় যাবে 9499 টাকা, 10499 টাকা এবং 12499 টাকা।