ভারতে গেমিং স্মার্টফোন NUBIA RED MAGIC 3 র অফিসিয়াল লঞ্চ ডেট জানা গেছে

ভারতে গেমিং স্মার্টফোন NUBIA RED MAGIC 3 র অফিসিয়াল লঞ্চ ডেট জানা গেছে
HIGHLIGHTS

লিকুইড কুলিং সাপোর্ট যুক্ত ফোন Nubia Red Magic 3

ফোনটি 5000mAh ব্যাটারি যুক্ত

চিনের টেলিকমিউনিকেশান কোম্পানি ZTEর সাব ব্র্যান্ড Nubia তাদের লেটেস্ট গেমিং ফোন Red Magic 3 ভারতে লঞ্চ করার সময় জানিয়েছে। আর কোম্পানি দাবি করেছে যে 2019 সালের জুন মাসের মাঝামাঝি এই ফোনটি লঞ্চ করা হবে। আর সেখানে এই ফোনটি এপ্রিল মাসে চিনে এসে গেছে।

আর এবার যদি আমরা এই ফোনটির বিষয়ে কথা বলি তবে এই ফোনে আপনারা 5000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি 90Hz রিফ্রেস রেট ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার যুক্ত। আর এই ফোনে 30 w ফাস্ট চার্জ প্রযুক্তি আছে আর বলা হচ্ছে যে এই ফোনটি 10 মিনিটের চার্জে আপনারা 1 ঘন্টার গেমিং করতে পারবেন।

NUBIA RED MAGIC 3 ফোনটির দাম

এই ফোনটি ভারতে কত দাম হবে তা জানা জায়নি তবে এই Nubia Red Magic 3 ফোনটি চিনে লঞ্চের ভিত্তিতে এই ফোনের দাম অনুমান করা হয়েছে। চিনে এই ফোনটির দাম 2,899 ইউয়ান মানে প্রায় 30,000 টাকা থেকে শুরু হচ্ছে আর এটি এর 6GB/64GB র দাম। আর এই ফোনের 6GB/128GB, 8GB/ 128GB আর 12GB/256GBর দাম যথাক্রমে 3199 ইউয়ান মানে প্রায় 33,200 টাকা। 3,499 ইউয়ান মানে প্রায় 36,300 টাকা আর 4,299 ইউয়ান মানে প্রায় 44,600 টাকা।

NUBIA RED MAGIC 3 ফোনটির স্পেসিফিকেশান

স্পেক্সের বিষয়ে যদি বলি তবে Nubia Red Magic ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড পাই সাপোর্ট পাবেন আর এই ফোনে আপনারা একটি 6.65 ইঞ্চির FHD+ HDR AMOLED স্ক্রিন পাবেন যা 90Hz রিফ্রেস রেট দেয়। আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB , 8GB আর 12GB র‍্যামের অপশান পাবেন। আর এই ফোনে আপনারা যথাক্রমে 64GB.128GB আর 256GB স্টোরেজ পাবেন।

এই ফোনে একটি 48MP ক্যামেরা আছে যা Sony IMX 586 সেন্সার যুক্ত আর এই ফোনে আপনারা একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এই ফোনে আপনারা একটি শক্তিশালী 5000mAh য়ের ব্যাটারি পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo