Flipkart Sale 2025: 4500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে CMF Phone, রয়েছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি ফিচার

Flipkart Sale 2025: 4500 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে CMF Phone, রয়েছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি ফিচার

Flipkart Big Billion Days Sale 2025 চলাকালীন স্মার্টফোন থেকে ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্ট টিভি, ইয়ারবাড, স্মার্টওয়াচ, হেডফোন, হোম অ্যাপ্লায়েন্সে দেদার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি 15,000 টাকার বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই বছর লঞ্চ হওয়া CMF Phone 2 Pro একটি ভাল বিকল্প হতে পারে। ফেস্টিভাল সিজনে চলা এই সেলে ফোন ২ প্রো একটি ভাল বিকল্প হতে পারে। এখানে সিএমএফ ফোন ২ প্রো তে পাওয়া অফার এবং ছাড় সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

CMF Phone 2 Pro দাম কত এবং অফার কী

সিএমএফ ফোন ২ প্রো এর 8GB+128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্ট সাইটে 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। এপ্রিলে ২০২৫ এ লঞ্চ হওয়ার পর 18,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারগুলির মধ্যে রয়েছে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় (1,500 টাকা পর্যন্ত) পাওয়া যেতে পারে। দাম কম হওয়ার পর ফোনের দাম কমে 14,499 টাকা হয় যাবে।

এক্সচেঞ্জ অফারে দাম 12,050 পর্যন্ত কমানো যাবে। তবে, এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করে।

আরও পড়ুন: 72 দিনের রিচার্জ থেকে মুক্তি এবার, BSNL দিচ্ছে সস্তার প্ল্যানে ছাড় এবং প্রতিদিন 2 জিবি ডেটা সহ কলিং

CMF Phone 2 Pro Price drop under Rs 15000

সিএমএফ ফোন ২ প্রো এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, সিএমএফ ফোন ২ প্রো তে রয়েছে 6.77 ইঞ্চি বড় স্ক্রিন যা ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 120Hz, রেজোলিউশন 1080×2392 পিক্সেল, এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট কাজ করে এই ফোন। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে Nothing OS 3.2 তে চলে।

কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে ৫জি, ডুয়াল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

ক্যামেরা সেটআপের কথা বললে, ফোন ২ প্রো-তে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 33W ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: WhatsApp থেকে সহজে ডাউনলোড করে নিন আপনার Aadhaar Card, জেনে নিন সহজ পদ্বতি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo