5000 টাকারও কমে কিনুন Redmi Note 10 Pro ফোন, অ্যামাজন সেলে ধামাকা অফার!

5000 টাকারও কমে কিনুন Redmi Note 10 Pro ফোন, অ্যামাজন সেলে ধামাকা অফার!
HIGHLIGHTS

Redmi Note 10 Pro সেলে কেনা যাচ্ছে অ্যামাজন সেলে কেনা যাচ্ছে এক্কেবারে সস্তায়

Amazon Great Indian Festival 2021 সেলে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ব্যাঙ্ক এবং ক্যাশব্যাক অফার

Redmi Note 10 Pro মডেলের ওপর পাওয়া যাচ্ছে 13,650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার

Amazon Great Indian Festival Sale 2021 দিচ্ছে স্মার্টফোনের ওপর দারুণ ছাড়। এই বছরের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন সেলে কেনা যাবে এক্কেবারে বাজেট ফ্রেন্ডলি দামে। রয়েছে একাধিক ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার।

2021 সালে লঞ্চ হওয়া স্মার্টফোন গুলির মধ্যে অন্যতম হল Redmi Note 10 Pro। Amazon Great Indian Festival সেলে এই স্মার্টফোন কেনা যাচ্ছে দারুণ কম দামে। এই ডিভাইসে রয়েছে 5,020 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জের সাপোর্ট। এই মোবাইলে কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসরে। এছাড়া রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা।

Redmi Note 10 Pro ফোন ভারতে পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে 17,499 টাকায়। এই মডেলের আসল দাম রয়েছে 19,999 টাকা। সেলে দেওয়া হচ্ছে 2,500 টাকার ছাড়।

ফেস্টিভ্যাল সেলে এই স্মার্টফোন HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে 10% ইনস্ট্যান্ট ছাড়, মানে 1250 থেকে 1500 টাকার ডিসকাউন্ট। Amazon থেকে কিনুন

SBI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে এই ফোনের ওপরে  মিলবে 10% ইনস্ট্যান্ট ছাড়।

অ্যামাজন পে তে পেমেন্ট করলে মিলবে 10% পর্যন্ত ক্যাশব্যাক।

Redmi Note 10 Pro স্মার্টফোন ইএমআই তে কিনলে প্রতিমাসে ইএমআই খরচ পড়বে 800 টাকা। এছাড়া এই ফোনের ওপরে রয়েছে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।

পুরনো স্মার্টফোন বদলে Redmi Note 10 Pro মডেল কিনলে পাওয়া যাবে 13,650 টাকা পর্যন্ত ছাড়। আর এই ডিসকাউন্ট ফিচার পুরো এনজয় করতে পারলে এই ভ্যারিয়েন্ট কেনা যাবে মাত্র 4,349 টাকা দামের মধ্যে।

প্রাইম  মেম্বারেরা পাবেন 6 মাসের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা।

এই ফোন পাওয়া যাচ্ছে  Dark Night, Dark Nebula সমেত বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে।

Redmi Note 10 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন –

  • এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস  সুপার অ্যামোলয়েড ডিসপ্লে।
  • স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন 1080X2400 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz।
  • এই স্মার্টফোনের স্ক্রিন সাপোর্ট করে HDR 10 এবং মোবাইলের ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে 1200 নিটস।
  • স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 20:9।
  • এই স্মার্টফোন চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসরের সাহায্যে।
  • স্টোরেজ হিসেবে এই ফোনে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল।
  • এই ফোন পরিচালিত হয় MIUI 12 নির্ভর Android 11 অপারেটিং সিস্টেমে।
  • ক্যামেরা ফিচার হিসেবে এই মোবাইলে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা। 8MP আলট্রা ওয়াইড  সেকেন্ডারি ক্যামেরা, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর।
  • ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 13MP ক্যামেরা।
  • এই মোবাইলে পাওয়া যাবে 5,020 mAh ব্যাটারির ফিচার 33W ফাস্ট চার্জের সাপোর্ট সমেত। 
  • এই স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 mm অডিও জ্যাক। 
  • স্মার্টফোন সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo