BLACK SHARK 2 PRO ফোনের নতুন ভেরিয়েন্ট TENAA তে দেখা গেছে

BLACK SHARK 2 PRO ফোনের নতুন ভেরিয়েন্ট TENAA তে দেখা গেছে
HIGHLIGHTS

ব্ল্যাক শার্ক 2 প্রো ফোনটি চিনে বিক্রি করা হচ্ছে

TENAA র লিস্টিংয়ে ফোনের নতুন ভেরিয়েন্ট দেখা গেছে

আজকে চিনে ব্ল্যাক শার্ক 2 প্রো ফোন বিক্রি করা হচ্ছে। আর এই হ্যান্ডসেটটি চিনে 12GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে 12GB র‍্যাম আর 256GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটির নতুন একটি ভেরিয়েন্ট দেখা গেছে তবে তা এর মধ্যে TENNAA তে দেখা গেছে।

TENAA লিস্টিং অনুসারে ব্ল্যাক শার্ক 2 প্রো ফোনের DLT-A0 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে আর এই ফোনে 6GB র‍্যাম আর 8GB র‍্যাম অপশান আছে। ফোনটির স্টোরেজ 512GB মডেলে দেখা গেছে। আর কোম্পানি এই সময়ে তাদের 12GB/128GB আর 12GB/256GB ভেরিয়েন্ট যথাক্রমে 2,99 Yuan(~$434)  আর 3,499 Yuan (~$507)  তে বিক্রি করছে।

ব্ল্যাক শার্ক 2 প্রো ফোনটির স্পেসিফিকেশান

এই ব্ল্যাক শার্ক 2 প্রো ফোনে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনটি DC Dimming সাপোর্ট করে আর এর সঙ্গে এটি  240Hz স্ক্রিন যুক্ত। আর এই গেমিং ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি কুইক চার্জ 4.0 সাপোর্ট করে। ফোনে মোটোরাইজড স্ন্যাপড্র্যাগন 855 প্লাস প্রসেসার আর 2.96Ghz কল্ক স্পিড আছে।

এই ফোনে আপনারা 12GBর‍্যামের সঙ্গে 128GB আর 256Gb স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর MIUI 10 OS আছে। ফোনটিতে আপনারা ক্যামেরাতে একটি 48MP র ক্যামেরার সঙ্গে 13MP র ক্যামেরা পাবেন।

আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে।

Digit.in
Logo
Digit.in
Logo