64 মেগাপিক্সেল সহ Realme 7 Pro ফোনে 3000 টাকার বাম্পার ছাড়

64 মেগাপিক্সেল সহ Realme 7 Pro ফোনে 3000 টাকার বাম্পার ছাড়
HIGHLIGHTS

Realme.com ওয়েবসাইট থেকে রিয়েলমি ৭ প্রো ফোনটি 3000 টাকার ফ্ল্যাট ছাড়ে কেনা যেতে পারে

রিয়েলমি ৭ প্রো-এর 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল 19,999 টাকায় লিস্ট করা হয়েছে

Realme 7 Pro-তে 64 মেগাপিক্সেল সনি IMX682 প্রাইমারি সেন্সর সহ তে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া

রিয়েলমি-র কম দামি ফ্ল্যাগশিপ ফোন বললে যাকে জানা যায় তা হল Realme 7 Series। এই সিরিজের প্রিমিয়াম হ্যান্ডসেট Realme 7 Pro ফোনের দাম আরেকবার কমিয়ে দিয়েছে সংস্থা। Realme.com ওয়েবসাইট থেকে রিয়েলমি ৭ প্রো ফোনটি 3000 টাকার ফ্ল্যাট ছাড়ে কেনা যেতে পারে। Realme 7 Pro ফোনে 65W সুপারডার্ট চার্জিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ মতো ফিচার দেওয়া রয়েছে। আসুন জেনে নেওয়া যাক Realme-র এই দুর্দান্ত ফোনে আরও কী কী অফার পাওয়া যাচ্ছে।

Realme 7 Pro: দাম এবং অফার্স

রিয়েলমি ৭ প্রো-এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ মডেল রিয়েলমির ওয়েবসাইটে 19,999 টাকায় লিস্ট করা হয়েছে। পাশাপাশিই 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 21,999 টাকায় কেনা যেতে পারে। 15 থেকে 22 জুলাইয়ের মধ্যে প্রিপেইড পেমেন্টের সাথে ফোনটি কিনলে 3000 টাকার ছাড় পাওয়া যাবে।  

এছাড়াও বাজাজ ফিনসার্ভ এবং অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের সাথে 3 এবং 6 মাসের জন্য নো-কস্ট EMI অফার করা হচ্ছে। পাশাপাশিই মবিকুইকের মাধ্যমে ফোন কেনার ক্ষেত্রেও 300 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। 

Realme 7 Pro: স্পেসিফিকেশন

রিয়েলমি 7 প্রো স্মার্টফোনে 6.4-ইঞ্চি ফুলএইচডি + (1080×2400 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের আসপেক্ট রেশিও 20: 9। ডিসপ্লের টাচ স্যাম্পলিং হার 180 হার্জেড। ফোনটি অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক রিয়েলমি UI সাথে আসে। স্মার্টফোনে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 618 জিপিইউ রয়েছে। র‌্যামটি 8 গিগাবাইট পর্যন্ত এবং ইনবিল্ট স্টোরেজটি 128 জিবি পর্যন্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যেতে পারে।

Realme 7 Pro-তে 64 মেগাপিক্সেল সনি IMX682 প্রাইমারি সেন্সর সহ তে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। রিয়ারে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, 2 মেগাপিক্সেল মনোক্রোম এবং 2 ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে অ্যাপারচার f/ 2.5 এর সাথে 32-মেগাপিক্সেলের সেলফি সেন্সর রয়েছে।

4500mAh ব্যাটারি রয়েছে Realme 7 Pro ফোনে, যা 65W সুপারডার্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে 4G VoLTE, ওয়াই-ফাই 802.11 এসি, ব্লুটুথ 5.1, জিপিএস / এ-জিপিএস এবং ইউএসবি টাইপ-সি এর মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে। স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo