মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! আগামীকাল শুরু হচ্ছে Amazon Summer Sale, এই দুটি ফোনে মিলবে ব্যাপক ছাড়

মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা! আগামীকাল শুরু হচ্ছে Amazon Summer Sale, এই দুটি ফোনে মিলবে ব্যাপক ছাড়
HIGHLIGHTS

ই-কমার্স সাইট Amazon Summer Sale 2024 শুরু হতে চলেছে

অ্যামাজন গ্রেট সামার সেল আজ রাত 12টায় অর্থাৎ 2 মে শুরু হবে

এতে OnePlus 11R এবং OnePlus Nord CE 4 কম দামে কেনার সুযোগ রয়েছে

Amazon Summer Sale 2024: অনলাইনে কেনাকাটা করেন? তবে সস্তায় স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ রয়েছে আপনার কাছে। আসলে, ই-কমার্স সাইট অ্যামাজনে গ্রেট সামার সেল শুরু হতে চলেছে। এই সেল আজ রাত 12টায় (2 May) থেকে শুরু হবে। এই সেলে টব মোবাইল কোম্পানির স্মার্টফোন সস্তায় কেনা যাবে।

Amazon Summer Sale 2024: কখন এবং কবে শুরু হবে এই সেল

অ্যামাজন গ্রেট সামার সেল আজ রাত 12টায় অর্থাৎ 2 মে শুরু হবে। বলে দি যে রাত ১২ টায় প্রাইম মেম্বররা শুধু এই সেলের এক্সেস পাবেন। তার 12 ঘন্টার পর অর্থাৎ 12PM থেকে বাকি সমস্ত অ্যামাজন গ্রাহকরা এই সেলে কেনাকাটা করতে পারবেন।

আরও পড়ুন: Nokia G42 5G Price Cut: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নোকিয়া বাজেট ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত

Amazon Summer Sale 2024 starts may 2nd check deals
অ্যামাজন গ্রেট সামার সেল আজ রাত 12টায় অর্থাৎ 2 মে শুরু হবে

সেল চলাকালীন OnePlus Smartphone-এ দুর্দান্ত অফার পাওয়া যাবে। এতে OnePlus 11R এবং OnePlus Nord CE 4 কম দামে কেনার সুযোগ রয়েছে।

OnePlus 11R

ওয়ানপ্লাস ১১আর ফোনটি ভারতে গত বছর লঞ্চ করা হয়েছিল। ফোনের 8GB RAM+128GB মডেলটি 39,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। সেলের সময় ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে 29,999 টাকা অর্থাৎ 10,000 টাকা সস্তায় কেনা যাবে।

Amazon Discount on OnePlus smartphone
ওয়ানপ্লাস ১১আর ফোনটি ভারতে গত বছর লঞ্চ করা হয়েছিল

OnePlus Nord CE 4

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনটি ভারতে 8GB + 128GB সহ 24,999 টাকার শুরু দামে আনা হয়েছিল। তবে অ্যামাজন সেলে এই ফোনটি মাত্র 22,999 টাকায় বিক্রি হবে। যার মানে ফোনে 2 হাজার টাকার ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo V30e 5G: 2 মে লঞ্চ হবে পাওয়ারফুল প্রসেসর সহ ভিভো ফোন, জানুন দাম কত হবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo