10,000 টাকার মধ্যেই দারুন ক্যামেরা যুক্ত ফোন কিনতে চান? দেখুন সেরা তালিকা

10,000 টাকার মধ্যেই দারুন ক্যামেরা যুক্ত ফোন কিনতে চান? দেখুন সেরা তালিকা
HIGHLIGHTS

10,000 টাকা বাজেট হলেও একাধিক দারুন সমস্ত স্মার্টফোন কিনতে পারবেন

রয়েছে দারুন সব ক্যামেরা যুক্ত ফোন যেখানে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা রয়েছে

এই তালিকায় আছে Realme, Redmi, Motorola, ইত্যাদির মতো ব্র্যান্ডের স্মার্টফোন

Smartphone কিনতে চান তাও দারুন ক্যামেরা যুক্ত? অথচ বাজেট ভীষণই সীমিত? কুছ পরোয়া নেহি! ভারতে বিগত কয়েকমাসে একাধিক দারুন সমস্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন (Budget Friendly Smartphone) লঞ্চ করেছে। বাজেট ফ্রেন্ডলি হওয়ার দরুন এই ফোনগুলোর বিক্রিও বেশ ভাল। 10,000টাকা বা তার কম টাকার ফোনগুলো ভারতে সব থেকে বেশি বিক্রি হয়ে থাকে। এগুলোতে বেশ ভাল ব্যাটারি এবং মোটামুটি পারফরমেন্স মিললেও খুব একটা ভাল ক্যামেরা এতদিন মিলতো না। কিন্তু এখন সেই ছবি অনেকটাই পাল্টে গিয়েছে। আপনার বাজেট যদি 10,000 টাকা হয়ে থাকে আপনি একাধিক অপশন পেতে পারেন যেখানে আপনি দারুন ক্যামেরা যুক্ত স্মার্টফোন পেয়ে যাবেন। এই তালিকায় আছে Motorola, Realme এর মতো একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন।

Realme C33

এই ফোনটির দাম মাত্র 8,999 টাকা। এই ফোনটির দাম 10,000 টাকার কম হলেও এতে গ্রাহকরা 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা পেয়ে যাবেন। এছাড়া ভিডিও কল এবং সেলফি তোলার জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। Unisoc T612 Octa Core প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ এই ফোনে আছে 5000mAh ব্যাটারি। তিনটি কালার ভ্যারিয়েন্ট আছে এই ফোনে এবং দুটি RAM ভ্যারিয়েন্ট। 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল মাত্র 8,999 টাকা। এবং 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম হল 9,999 টাকা। গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন ফ্লিপকার্ট এবং Realme.com থেকে।

Redmi 10A

এই ফোনটির দাম হল 8,499 টাকা। এতে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মোবাইল ফটোগ্রাফির ঝোঁক থাকলে আপনি এই ফোনটি কিনতেই পারেন যেখানে রয়েছে 5000mAh ব্যাটারি। তিনটি রঙে এই ফোনটি উপলব্ধ আছে, যেমন নীল, কালো এবং ধূসর। এতে রয়েছে 6.53 ইঞ্চির IPS ডিসপ্লে এবং এতে আছে দুটো RAM ভ্যারিয়েন্টে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। এই ভ্যারিয়েন্টটির দাম হল 8,499 টাকা। অন্যদিকে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ সহ ভ্যারিয়েন্টটির দাম হল 9,499 টাকা।

Lava Blaze

এই ফোনে আছে 6.5 ইঞ্চির একটি HD+ IPS ডিসপ্লে। চারটি রঙে পাওয়া যাবে ফোনটি, কালো, লাল, নীল এবং সবুজ। এতে রয়েছে MediaTek Helio প্রসেসর এবং 5000mAh ব্যাটারি। সঙ্গে আছে 13 মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের দাম হল 8,699 টাকা যা কিনতে পারবেন ফ্লিপকার্ট এবং Lavamobiles.com থেকে।

Realme C33 and other budget phones at 10k with great camera

Infinix Note 12

এই ফোনটির দাম হল 9,999 টাকা। এখানে আছে একটি 6.7 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে সঙ্গে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এতে আছে 5000mAh ব্যাটারি। ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড 11 সফটওয়্যারের সাহায্যে। দুটি RAM ভ্যারিয়েন্ট আছে এই ফোনের। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি ভ্যারিয়েন্ট হল 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Flipkart থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।

Moto E40

এই ফোনটির দাম হল 9,499 টাকা। গ্রাহকরা এই ফোনের রিয়ার প্রাইমারি ক্যামেরায় পাবেন 48 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে। T700 Octa Core প্রসেসরের সাহায্যে এই ফোনটি চলবে। Flipkart থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo