20000 টাকা মধ্য়ে স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন Samsung, Realme এবং Poco সহ এই সব স্মার্টফোন

20000 টাকা মধ্য়ে স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন Samsung, Realme এবং Poco সহ এই সব স্মার্টফোন
HIGHLIGHTS

20,000 টাকায় সেরা স্মার্টফোনের লিস্ট

Samsung, Realme, Poco-র বাজেট স্মার্টফোন পাওয়া যাবে 20,000 টাকার কমে

Samsung, Realme, Poco-র দাম শুরু মাত্র 20,000 টাকা থেকে

আমরা প্রত্যেকেই বিভিন্ন ফিচারসহ ভালো স্মার্টফোন কিনতে চাই। কিন্তু অনেকসময়েই দেখা যায় যে ভালো স্মার্টফোন কিনতে গিয়ে পেরিয়ে যাচ্ছে বাজেট। বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন দামের স্মার্টফোন এনেছে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কতগুলি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের খবর। যাদের দাম শুরু মাত্র 20,000 টাকা থেকে। আসুন দেখে নেওয়া যাক 20,000 টাকায় আপনি কি কি স্মার্টফোন কিনতে পারেন-

Redmi Note 10 Pro Max

এই রেডমি ফোনটির দাম 19,999 টাকা। পাওয়া যাচ্ছে 6.67 ইঞ্চি FHD+ সুপার AMOLED  ডিসপ্লে। সেইসঙ্গে এতে রয়েছে  HDR-10 সাপোর্ট। এই ডিভাইসে রয়েছে  Snapdragon 732G SoC প্রসেসর। এছাড়া রয়েছে 108MP quad rear ক্যামেরা সেটআপ, 16MP ক্যামেরা সেন্সর। এই ডিভাইসের সঙ্গে রয়েছে 33W ফাস্ট charger। এতে রয়েছে 5,020mAh ব্যাটারি। Redmi Note 10 Pro Max ডিভাইসটি কাজ করে Android 11 ভার্সনে, MIUI 12 সহযোগিতায়।

এখান থেকে কিনুন

Realme X7 5G

এই Realme X7 5G ডিভাইসটির দাম 19,999 টাকা। এতে রয়েছে MediaTek  Dimensity 800U প্রসেসর। পাওয়া যাচ্ছে  6GB RAM।এতে রয়েছে 6.4 ইঞ্চি হাই ডেফিনেশন প্লাস AMOLED  ডিসপ্লে। পাওয়া যাচ্ছে ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসমেত। এতে রয়েছে 16 MP   সেলফি ক্যামেরা, 64 MP ট্রিপল ক্যামেরা। এতে পাওয়া যাচ্ছে 4,310 mAh  ব্যাটারির সুবিধা। এই ডিভাইসের সঙ্গে রয়েছে 65W ফাস্ট charger। এর Android ভার্সন 10 এবং এটি কাজ করে Realme UI তে।

এখান থেকে কিনুন

iQOO Z3

এই iQOO Z3 ডিভাইসটির দাম 19,990 টাকা। এতে রয়েছে  Qualcomm Snapdragon 768G প্রসেসর। এই মাঝারি দামের স্মার্টফোনে  রয়েছে  6.58 ইঞ্চি FHD প্লাস ডিসপ্লে। সঙ্গে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মূল ক্যামেরা  হিসেবে রয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে রয়েছে GW3 সেন্সর। এতে রয়েছে 4,400mAh ব্যাটারির সুবিধা। ডিভাইসটি 55W fast  charging সাপোর্ট করে। এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সেইসঙ্গে রয়েছে পাঁচ লেয়ার লিকুইড কুলিং সিস্টেম।

এখান থেকে কিনুন

Redmi Note 10S

এই Redmi Note 10S ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র 14,999 তাকায়। এতে রয়েছে 6.43 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। সেইসঙ্গে রয়েছে হাই কোয়ালিটি পিক্সেল রেজোলিউশন। এতে রয়েছে MediaTek  Helio G95 প্রসেসর। এর সঙ্গে দেওয়া হচ্ছে 6 জিবি র‍্যাম। এতে রয়েছে  5000mAh ব্যাটারির সুবিধা। Redmi Note 10S ডিভাইসে রয়েছে 64MP কোয়াড প্রাইমারি ক্যামেরা, 13MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রয়েছে 64জিবি ইন-বিল্ট স্টোরেজ, যা এক্সটেন্ড করা যাবে 512 GB পর্যন্ত। এই ডিভাইসটিতে রয়েছে Android 11 ভার্সন। MIUI 12.5 ভার্সনে ডিভাইসটি কাজ করে।

এখান থেকে কিনুন

Poco X3 Pro

এই  Poco X3 Pro ডিভাইসটির দাম 18,999 টাকা। এই ডিভাইসটি  পাওয়া যাচ্ছে  6.67 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে। এতে রয়েছে ফুল এইচডি এবং এলসিডি ডিসপ্লের সুবিধা। এই ডিভাইসে রয়েছে  Qualcomm  Snapdragon 860 প্রসেসর এবং ডিভাইসটির রিফ্রেশ রেট 120Hz। এই ডিভাইসে দেওয়া হচ্ছে 48MP প্রাইমারি ক্যামেরা, অটো ফোকাসের সঙ্গে। সেইসঙ্গে রয়েছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা,2 MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা। এর সঙ্গে রয়েছে 20MP সেলফি ক্যামেরা। ডিভাইসে রয়েছে 5,160mAh ব্যাটারির সুবিধা। এর সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জার।

এখান থেকে কিনুন

Digit.in
Logo
Digit.in
Logo