Asus ZenFone 3 Max পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট

Asus ZenFone 3 Max পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট
HIGHLIGHTS

অসুস জেনফোর 3 ম্যাক্সে 3GB র্যাম আর 32GB স্টোরেজ আছে

Asus ZenFone 3 Max এর জন্য কোম্পানি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের আপডেট শুরু করে দিয়েছে. এই স্মার্টফোনটি ভারতে গত বছর নভেম্বরে লঞ্চ করেছিল. 5.2ইঞ্চির ডিসপ্লে যুক্ত অসুস জেনফোর 3 ম্যাক্সের দাম Rs.17,999. এই আপডেটি নিজেদর ইউনিটে আপডেট করার জন্য ইউজার্সদের ফোনে 1.5GB’র স্পেস থাকতে হবে.

Asus ZenFone 3 Max  এর দুটি ভেরিয়ান্ট আনা হয়েছিল, দুটি ভেরিয়েন্ট ডিসপ্লে, স্টোরেজ আর প্রসেসার এর ক্ষেত্রে আলাদা আলাদা. Asus ZenFone 3 Max 5.2 ইঞ্চির আর 5.5 ইঞ্চির স্ক্রিন সাইজের সঙ্গে আনা হয়েছে. এতে ক্রমশ: 720p HD ফুল আর HD ডিসপ্লে দেওয়া হয়েছে. 5.2 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোনে মিডিয়াটেক MT6735 প্রসেসার আছে. সেখানে এর 5.5 ইঞ্চির ডিসপ্লে যুক্ত মডেলে স্ন্যাপড্র্যাগন 430 চিপস্টেক দেওয়া হয়েছে.

এর ক্যামেরার বিষয়ে বলতে গেলে বলা যায় যে, এতে 16MP’র রেয়ার ক্যামেরা ফেস ডিটেকশন অটোফোকাস, লেজার অটোফোকাস f/2.0 অ্যাপার্চারের সঙ্গে আছে. এতে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে, এর বিউটিফিকেশন মদ যুক্ত. দুটি ক্যামেরাই HD ভিডিও রেকর্ড করতে পারে.

Asus ZenFone 3 Max  এ 3GB র্যাম আর 32GBর স্টোরেজ আছে. স্টোরেজকে বাড়ানোও যায়. এতে 4100mAh এর বায়াত্রী আছে.

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo