ASUS ROG PHONE II র দাম জানা গেছে, ফোনটি চিনে প্রি অর্ডার করা যাচ্ছে

ASUS ROG PHONE II র দাম জানা গেছে, ফোনটি চিনে প্রি অর্ডার করা যাচ্ছে
HIGHLIGHTS

ফোনটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে

ফোনের দাম এখন জানা গেছে

CNY 3,499 (প্রায় 35,000 টাকা) বেস প্রাইস

আসুস তাদের Asus Phone II নিয়ে এসেছে আর এটি একটি গেমিং ফোন। এই ফোনটি এই সময়ের সব থেকে শক্তিশালী গেমিং ফোন হিসাবে এসেছে, তবে এই ফোনের লঞ্চ বা এর দাম জানা জায়নি। আর এবার কোম্পানি ROG Phone II চিনে লঞ্চ করেছে আর এর দামও জানা গেছে। এই ফোনটি চিনের মতন একই দামে আসবে কিনা তা না বলা গেলেও এই ফোনের দামের বিষয়ে এবার অনুমান করা যাবে।

Asus ROG Phone II চিনে jd.com ইয়ে প্রি অর্ডার কা যাচ্ছে আর এখানের লিস্টিং থেকে এই ফোনটি চারটি ভেরিয়েন্টে আসবে আর এর সেল শুরু হবে 31 জুলাই। ফোনটির Tencent গেম কাস্টম ভেরিয়েন্ট CNY 3,499 (প্রায় 35,000 টাকা) তে লঞ্চ হয়েছে আর এই ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটি 12GB র‍্যাম আর 512GB স্টোরেজে পাবেন আর এই ফোনের দাম CNY 5,999 (60,000 টাকা প্রায়) রাখা হয়েছে।

ROG Phone II কে Zhizun ভার্সানে আনা হয়েছে জার দাম CNY 7999 (প্রায় 80,145 টাকা)। আর এছাড়া এই ফোনটি ই স্পোর্টস আর্ম ভার্সানে আনা হয়েছে এই ভেরিয়েন্টের দাম CNY 12999 (প্রায় 1,30,224টাকা)। আর এই দুটি ভেরিয়েন্ট jd.com  য়ে লিস্ট করা হয়নি। কোম্পানি একটি ওয়েবো পোস্টে এই বিষয়ে জানিয়েছে। আর বেজিংইয়ে একটি অনলাইন রিটেল ওয়েবসাইটে 12GB র‍্যামের আর512GB স্টোরেজ ভেরিয়েন্টটি  CNY 6199 (প্রায় 62,117 টাকা) আর 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি CNY 3699 (প্রায় 37,070 টাকা) তে লিস্ট করা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo