Asus Zenfone Go 5.5 ভারতে লঞ্চ হল, দাম Rs.8,499

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে

Asus Zenfone Go 5.5 ভারতে লঞ্চ হল, দাম Rs.8,499

Asus Zenfone Go 5.5 স্মার্টফোন ভারতে ল্চ্ন্হ করা হয়েছে. ভারতে এই স্মার্টফোনটির দাম Rs.8,499 করা হয়েছে. এই স্মার্টফোনটি শুধু অ্যামাজন থেকে কিনতে পারা যাবে. এটি ব্ল্যাক আর গোল্ড রঙে কেনা যেতে পারে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটির নাম থেকেই বোঝা যায় যে, এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির IPS ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280  পিক্সাল. এর সঙ্গে  এই ফোনটি 1.0 GHz কোয়াড-কোর কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন চিপস্টেক যুক্ত. এতে অ্যাড্রিনো 306 GPUও আছে. এতে 2GB র্যাম আর 16GB র ইন্টারনাল স্টোরেজ আছে, এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.

Asus Zenfone Go 5.5 স্মার্টফোনের ক্যামেরার দিকে যদি দেখা যায় তবে দেখা যাবে যে এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে. এর সঙ্গে এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে. রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED রিয়াল-টোন ফ্ল্যাশও আছে.

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের ZenUI 3.0 তে কাজ করে. এতে 3000mAh এর ব্যাটারি আছে. এটি 4G LTE, ওয়াই-ফাই 802.11 b/g/n, ওয়াই-ফাই ডায়রেক্টার, ব্লুটুথ 4.2, ডুয়াল সিম, মাইক্রো USB, GPS আর GLONASS এর মতন ফিচার্স যুক্ত. এর থিকনেস 11.2mm আর এর ওজন 168 গ্রাম.

সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo