MWC 2018 তে ZenFone 5, ZenFone 5Z আর Zenfone 5 Lite এর ঘোষনা হয়েছে

Aparajita Maitra দ্বারা | পাবলিশড অন 01 Mar 2018 10:58 IST
HIGHLIGHTS
  • Asus Zenfone 5 Lite, ZenFone 5 আর ZenFone 5Z ফোন গুলি যথাক্রমে মার্চ, এপ্রিল আর জুনে লঞ্চ করা হবে

MWC 2018 তে ZenFone 5, ZenFone 5Z আর Zenfone 5 Lite এর ঘোষনা হয়েছে
MWC 2018 তে ZenFone 5, ZenFone 5Z আর Zenfone 5 Lite এর ঘোষনা হয়েছে

Asus মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2018তে তাদের লেটেস্ট Zenfone 5 সিরিজের স্মার্টফোনের ঘোষনা করেছে। স্মার্টফোন তৈরির কোম্পানি Asus Zenfone 5 Lite, Zenfone 5 আর Zenfone 5Z অনাবৃত করেছে। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Zenfone 5Z   এই ইভেন্টে প্রধান আকর্ষণ ছিল আর এটি AI আধারিত ফিচারের সঙ্গে আসবে, যা ZenUI 5 এর সঙ্গে একত্রিত। তিনটি স্মার্টফোন একটি পাতলা বেজেল ডিজাইন যুক্ত আর এসওসিতে পার্থক্য ছাড়া ZenFone 5 আর ZenFone 5Z এর বেশির ভাগ স্পেক্সই এক। এছাড়া তিনটি ফোনই অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করবে, যা আসুসের ZenUI 5 এ লেয়ার্ড।

কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস Zenfone 5Z কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 এসওসি দ্বারা যুক্ত আর এটি তিনটি মেমারি অপশানের সঙ্গে পাওয়া যাবে। 4GB র‍্যাম/ 64GB স্টোরেজ, 6GBর‍্যাম/ 128GB স্টোরেজ আর 8GBর‍্যাম/256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে। এই স্মার্টফোনটি 19:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে 6.2ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যুক্ত হতে পারে।

এই ফোনটিতে f/1.8 অ্যাপার্চারের সঙ্গে 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে, ফোনটির ক্যামেরা AI সিন ডিটেকশান যুক্ত হবে, যা 16 রকমের অবস্থায় চিনতে পারে। ফোনের ফ্রন্ট ক্যামেরা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে 8MP’র হবে। এই স্মার্টফোনটি স্টিরিও অডিও সাপোর্ট করতে পারে।

Asus Zenfone 5 ফোনটির ডিজাইন অনেকটাই Asus Zenfone 5Z এর মতন। এই ফোনটিও 5Z এর মতন ডিভাইসের টপে ঞ্চ ডিজাইন যুক্ত আর ডিভাইসের ব্যাক সাইডে গ্লাসের। এটি স্ন্যাপড্র্যাগন 636 SoC যুক্ত হবে। এটি 6GB র‍্যাম আর ডুয়াল স্টিরিও স্পিকার সেটআপ যুক্ত হবে। এই ফোনটির ক্যামেরা সেটআপ অপ Zenfone 5Z এর মতন।

Asus Zenfone 5 Lite  স্মার্টফোনটি Zenfone 5 এর ছোট ভেরিয়েন্ট। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 চিপসেট যুক্ত। এই ফোনটি 2GB র‍্যাম/ 16GB স্টোরেজ আর 3GBর‍্যাম/ 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।

এই ফোনটি 2160 x 1080 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে 6 ইঞ্চির ইউনিভিসাম ডিসপ্লে যুক্ত হবে। ক্যামেরার কথা বললে এতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, দুটি রেয়ার আর দুটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। দুটি ক্যামেরা সেটআপই 120-ডিগ্রির ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ ক্যাপচার করার অনুমতি দেয়। এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 630 ভেরিয়েন্টেও পাওয়া যাবে।  

Zenfone 5 Lite মুনলাইট হোয়াইট, রুজ গোল্ড আর মিডনাইট ব্ল্যাক কালার অপশানে পাওয়া যাবেঃ Zenfone 5  আর Zenfone 5Z যথাক্রমেঃ এপ্রিল আর জুনে মিডনাইট ব্লু আর সিলভার মডেলে পাওয়া যাবে। Zenfone 5Z এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 479( প্রায় 38,400টাকা) হবে, কিন্তু কোম্পানি এর অন্য ভেরিয়েন্টটির দামের ব্যাপারে কিছু জানায়নি। আর এর সঙ্গে Zenfone 5 আর Zenfone 5 Lite এর দামের বিষয়েও এখনও অব্দি কিছু জানা যায়নি। 

Aparajita Maitra
Aparajita Maitra

Email Email Aparajita Maitra

Advertisements

ট্রেন্ডিং আর্টিকেলস

Advertisements

লেটেস্ট আর্টিকেল ভিউ অল

VISUAL STORY ভিউ অল