iPhone SE 3 আসতে চলেছে বাজারে মার্চ মাসেই, জানুন কী থাকবে বিশেষ

iPhone SE 3 আসতে চলেছে বাজারে মার্চ মাসেই, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

Apple analysts Dylan এর মতে, iPhone এর SE 2020 এর মতোই হতে পারে ফোনটি

iPhone SE 3 তে থাকতে পারে Apple A15 Bionic 5G soc

Apple তাদের iPad Pro, Mac Mini, iPad Air 5th Generation এবং অন্যান্য Apple প্রোডাক্টও লঞ্চ করতে চলেছে

অবশেষে আসতে চলেছে বহুল আলোচিত iPhone এর স্পেশাল এডিশন। iPhone 2020 এর হিউজ ক্রেজকে মাথায় রেখেই Apple কোম্পানি মার্কেটে আনতে চলেছে এই ফোনটি। শোনা যাচ্ছে এর নাম iPhone SE 3 হতে পারে। যদিও, বিভিন্ন মহলে গুজব রটেছে যে, ফোনটির নাম হবে SE+5G।

অফিসিয়ালি সেভাবে কিছু জানা না গেলেও Apple analysts Dylan এর মতে, iPhone এর SE 2020 এর মতোই হতে পারে ফোনটি। সিঙ্গল রিয়ার ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 4.7 inch ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে টাচ আইডি ফিচারটিও থাকবে বলে গুজব শোনা যাচ্ছে।

iPhone SE 3 তে থাকতে পারে Apple A15 Bionic 5G soc। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ 128 GB এর পাশাপাশি 12 মেগাপিক্সেলের অত্যাধুনিক ক্যামেরা থাকতে  পারে।

এক ডিসপ্লে ইন্ডাস্ট্রির কন্সালটেন্ট Ross Young জানিয়েছেন, Apple iPhone এর Fourth Generation স্পেশাল এডিশন মডেলটি 2023 সালে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশি। এই ফোনটিতে অনেক কিছু নতুন আকর্ষণীয় ফিচার থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং এটি iPhone 11 এর মতো কিছুটা হতে পারে।

বিখ্যাত রিসার্চ ফার্ম TrendForce থেকে জানানো হয়েছে, iPhone SE3, 2022 এর প্রথম তিনমাসের মধ্যেই লঞ্চ হবে। সম্ভবত 28 মার্চ Apple Spring 2022 এর সময় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফোনটি মার্কেটে আসতে চলেছে।

জাপানি সংবাদমাধ্যম Macotakara-এর রিপোর্ট অনুযায়ী, iPhone SE লঞ্চের পাশাপাশি Apple তাদের iPad Pro, Mac Mini, iPad Air 5th Generation এবং অন্যান্য Apple প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। iPad Air 5th Generation এও থাকতে পারে Apple A15 Bionic Soc।

iPhone SE সম্পর্কে খবর পাওয়া গেলেও iPhone 14 এর সম্পর্কে সেভাবে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন যে, 2022 এর শেষের দিকে আসতে পারে iPhone 14। ফোনটিতে অনেক কিছু চেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, থাকতে পারে আকর্ষণীয় নতুন ফিচার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo