iPhone 15-র বড় আপডেট! বিশ্বের সব থেকে পাতলা স্ক্রিন নিয়ে আসছে Pro মডেলের ফোনগুলো?

iPhone 15-র বড় আপডেট! বিশ্বের সব থেকে পাতলা স্ক্রিন নিয়ে আসছে Pro মডেলের ফোনগুলো?
HIGHLIGHTS

iPhone 15 চলতি বছরের শেষ দিকে লঞ্চ হবে

ইতিমধ্যেই এই ফোনের সিরিজ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, জানা গিয়েছে এখানে থাকবে বিশ্বের পাতলা স্ক্রিন

এই ফোনে নাকি 1.55 mm -এর বেজেল থাকবে

2023 সালেই লঞ্চ হবে Apple -এর নতুন প্রিমিয়াম Flagship ফোন সিরিজ, iPhone 15। যদিও এখনও এই সিরিজ লঞ্চ হতে ঢের দেরি। তবুও বরাবরের মতো এবারেও এই ফোন নিয়ে বহু আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বিস্তর আলোচনা। এবার শোনা যাচ্ছে iPhone 15 সিরিজের যেগুলো Pro মডেল হবে, অর্থাৎ iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোনে এখনও পর্যন্ত বিশ্বের সব থেকে পাতলা বেজেল থাকবে। একটি রিপোর্ট অনুযায়ী কুপার্টিনো ভিত্তিক এই টেক জায়ান্টের তরফে এই দুটো ফোনেরই ফ্রন্ট ডিসপ্লেতে 1.55mm বা 0.06 ইঞ্চির মতো পাতলা বেজেল দেখা যাবে। এমনটাই নাকি একটি ভিডিওতে দেখা গিয়েছে। 

আইস ইউনিভার্স নামক একজন টিপস্টার টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন Apple যদি এই প্ল্যান নিয়েই এগোয় তাহলে তারা iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোন দুটিতে 1.55mm বেজেল দেবে। ফলে বুঝতেই পারছেন তখন এটা পৃথিবীর প্রথম ফোন হবে যেখানে সব থেকে পাতলা স্ক্রিন থাকবে। 

শুক্রবার টুইট করে তিনি লেখেন, iPhone 15 Pro এবার Xiaomi 13 -এর রেকর্ড ভাঙবে। দ্বিতীয় ফোনে 1.81 mm বেজেল আছে, এবার সেটাকে সরিয়ে সব থেকে পাতলা স্ক্রিন যুক্ত ফোনের খেতাব দখল করবে iPhone 15 Pro, এখানে থাকবে 1.55mm বেজেল।

iPhone 15 Pro and Pro Max will have thinnest bezel

এর আগেও অবশ্য দুটি চাইনিজ ওয়েবসাইট, বিলিবিলি এবং দৌইনে দুটি ভিডিও পোস্ট করা হয়, সেখানে বলা হয় iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ফোন দুটির ডিসপ্লেতে পাতলা বেজেল থাকবে যা আগে কখনও Apple -এর কোনও ফোনে দেখা যায়নি। এছাড়া সেখানে বলা হয়েছিল iPhone 15 সিরিজের অন্যান্য ফোনেও কার্ভ এজ থাকবে, যেমনটা আমরা iPhone 11 সিরিজের ক্ষেত্রে দেখেছিলাম।

এছাড়া জানা যাচ্ছে এবার আর খালি প্রিমিয়াম ফোনে নয়, iPhone 15 সিরিজের প্রতিটা ফোনেই নাকি ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে। এছাড়া Wifi 6E এর সাপোর্ট মিলবে এই সিরিজের প্রো মডেলের ফোনগুলোতে। এছাড়া এই ফোনে উন্নত RAM এবং সলিড স্টেট বাটন থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

 
Digit.in
Logo
Digit.in
Logo