Apple iPhone 5s এবার পাওয়া যাবে অনেক সস্তায়

Apple iPhone 5s এবার পাওয়া যাবে অনেক সস্তায়
HIGHLIGHTS

খবর পাওয়া গেছে যে, অ্যাপেল তাদের iPhone 5s কে Rs.15,000 দামে অনলাইনে সেল করবে

আসা করা হচ্ছে যে, অ্যাপেল তাদের কার বছরের পুরনো ডিভাইস iPhone 5s কে ভারতে Rs.15,000 দামে বিক্রি করবে. কোম্পানি ফোনের অফলাইন সেলের বদলে অনলাইন সেল করবে.

আপাতত Apple iPhone 5s Rs.18,000 দামে সল করছে আর কোম্পানি আসা করছে যে, যখন তারা এটিকে Rs.15,000 দিয়ে সেল করবে তবে এই মিড রেঞ্জ সেগমেন্টেও ভাল ভাবে বাজার দখল করতে পারবে.

আরো দেখুন: HTC U Play ফোনটির দাম কমল, এবার পাওয়া যাচ্ছে মাত্র Rs.29,990 তে

যদি Apple iPhone 5s অফলাইন মার্কেটে সেল হবে না কোম্পানি অনলাইন মার্কেটে Apple iPhone SE সেল করা জোর দিচ্ছে. অফলাইন বাজারে Apple iPhone SE’র দাম Rs.20,000 এর কাছাকাছি হবে.

অ্যাপেল আইফোন 5s এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 1GB র্যাম আছে. এই ফোনে 1560mAh এর ব্যাটারি আছে. এতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও আছে. এএট 4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে. যদি এর ক্যামেরা সেটাআপের দিকে দেখলে দেখা যাবে যে এই আইফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 2 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে.

আরো দেখুন: Honor 8 Lite স্মার্টফোন 11’ই মে ভারতে লঞ্চ হতে পারে

আরো দেখুন: নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo