Apple একটি ছোট iPhone XE র ওপর কাজ শুরু করতে পারেঃ রিপোর্ট

Apple একটি ছোট iPhone XE র ওপর কাজ শুরু করতে পারেঃ রিপোর্ট
HIGHLIGHTS

একটি রিপোর্টে জানা গেছে যে অ্যাপেল তাদের একটি ছোট iPhone XE র ওপর কাজ করছে আর এই ফোনটিতে আপনারা একটি 4.8 ইঞ্চির OLED স্ক্রিন পাবেন

কিছু দিন আগেই জানা গেছিল তবে কেউ খেয়াল করেনি যে। তবে জানা গেছে যে iPHone SE রিপ্লেস করার জন্য অ্যাপেল একটি ছোট iPhone য়ের ওপরে কাজ করছে। আর আমরা যদি PC Tablet য়ের একটি রিপোর্ট দেখি তবে সেখানে এরকম কিছু জানা গেছে।

এই রিপোর্টে জানা গেছে যে অ্যাপেল একটি নতুন ছোট iPhone আনতে পারে, আর বলা হচ্ছে যে কোম্পানি এর ওপরে কাজ করছে। আর এই ফোনটির বিষয়ে এই রিপোর্টে এর থেকে বেশি কিছু জানা যায়নি তবে মনে করা হচ্ছে যে এটি iPhone XE হতে পারে।

এই রিপোর্টের সূত্র অনুসারে আপনাদের জানিয়ে রাখি যে iPHone XE তে আপনারা iPhone X বা iPHone XS য়ের মতন এজ টু এজ 4.8 ইঞ্চির AMOLED স্ক্রিন পাবেন, আর এছাড়া আপনারা এতে একটি নচ পাবেন।

আর এছাড়া iPhone XE তে আপনারা একটি ফেস ID পাবেন আর আপআন্রা এতে কোন টাচ আইডি পাবেন না, আর এছাড়া আপনারা হোম বটনও দেখতে পাবেন না। আর জানা গেছে যে এই ফোনের দাম 600 ডলারের মধ্যে হবে।

নোটঃ ওপরের ছবিটি একটি কাল্পনিক ছবি। 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo