Android 11-র অপেক্ষা শেষ, এই ফোনগুলো তে পাওয়া যাবে নতুন আপডেট, জানুন কীভাবে করবেন ইনস্টল

Android 11-র অপেক্ষা শেষ, এই ফোনগুলো তে পাওয়া যাবে নতুন আপডেট, জানুন কীভাবে করবেন ইনস্টল
HIGHLIGHTS

Android 11-এর নতুন সংস্করণটির আপডেট Google Pixel, OnePlus, Xiaomi, Realme এবং Oppo ফোনে পাওয়া যাবে

Google আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল অ্যান্ড্রয়েড ১১ এর আপডেট

Google Pixel ছাড়া OnePlus 8 এবং OnePlus 8 Pro ফোনে আপডেট পাওয়া যাবে

Google-এর নতুন অপারেটিং সিস্টেমের এবার অপেক্ষা শেষ। বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন ও ডিভাইসের অপারেটিং সিস্টেম এর নতুন সংস্করণ Android 11 (অ্যান্ড্রয়েড ১১) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল। গুগলের তরফে ৮ ই সেপ্টেম্বর অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১১-র ঘোষনা করা হয়। বরাবরের মতো এরাবও গুগলের এই নতুন আপডেটটি গুগল পিক্সেল স্মার্টফোনের প্রথম দেওয়া হবে, তবে এর পাশাপাশি এবার ওয়ান প্লাস, শাওমি, রিয়েলমি এবং ওপ্পো কিছু স্মার্টফোনে এই নতুন সংস্করণটির আপডেট দেওয়া হবে। যদিও এই ডিভাইসগুলোতে এটি বিটা সংস্করণে থাকবে।

বলে দি অ্যান্ড্রয়েড ১১ এর আপডেট এই বছরে ফেব্রুয়ারি মাসেই ডেভেলপার প্রিভিউ এর জন্য উপলভ্য হয়েছিল। তবে অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বিটা আপডেট জুন মাস থেকেই পাওয়া যাচ্ছে। এটি বিটা সংস্করণ ছিল তাই এটি সবার জন্য উপলব্ধ করা হয়নি।

Google Pixel-এর এই ডিভাইসগুলি Android 11 আপডেট পাবে

অ্যান্ড্রয়েড ১১ এর স্টেবল আপডেট কেবল গুগল পিক্সেলের কিছু স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে Pixel 2, Pixel 2 XL থেকে Pixel 3, Pixel 3 XL, Pixel 3A, Pixel 3A XL এবং Pixel 4, Pixel 4 XL। বলে দি যে Pixel 4 এবং Pixel 4 XL আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে উপলভ্য নয়।

গুগল পিক্সেল ছাড়া এই ফোনগুলিতে পাওয়া যাবে Android 11 আপডেট

  • Google Pixel ছাড়া OnePlus 8 এবং OnePlus 8 Pro ফোনে আপডেট পাওয়া যাবে।
  • এছাড়া শাওমি-র কিছু স্মার্টফোনেও অ্যান্ড্রয়েড ১১ আপডেট পাচ্ছে। যার মধ্য়ে রয়েছে Xiaomi Mi 10, Xiaomi Mi 10 Pro ফোন।
  • ওপ্পো স্মার্টফোন ইউজাররাও Android 11 এর নতুন আপডেট পেতে চলেছে। এই তালিকায় রয়েছে Oppo Find X2, Oppo Find X2 Pro, Oppo Ace 2, Oppo Reno 3 4G, Oppo Reno 3 Pro 4G ফোন।
  • পাশাপাশি রিয়েলমি ফোন শুধু একটি মডেল এই তালিকায় যোগ করা হয়েছে যার মধ্যে রযেছে Realme X50 Pro ডিভাইস।

মোবাইলে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) কী ভাবে ইনস্টল  করবেন?

  • অ্যান্ড্রয়েড ফোন ইউজার কে সবার প্রথমে ফোনের সেটিং মেনু অপশনে যেতে হবে।
  • এর পর এখানে আপনি সিস্টেম এর অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।
  • এখানে সিস্টেম আপডেট অপশন পাওয়া যাবে, যেখানে আপডেটটি চেক করা যায়।

Digit.in
Logo
Digit.in
Logo