এসে গেল অ্যামাজন স্পেশাল Huawei সেল

HIGHLIGHTS

এই সেল 13 তারিখ পর্যন্ত চলবে, এই সেলে হুয়াওয়ের বেশ কিছু হাই এন্ড ফোন অ্যামাজন থেকে কেনা যাবে

এসে গেল অ্যামাজন স্পেশাল Huawei সেল

হুয়াওয়ে ব্র্যান্ডের ফোন কি আপনি পছন্দ করেন? কিন্তু এর দামের কথা ভেবে কিনে উঠতে পারেন না? তবে আজকে আপনাদের জন্য একটি ভাল সুযোগ নিয়ে এসেছে অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন। অ্যামাজন এবার হুয়াওয়ে সেলের আয়োজন করেছে। আর এই সেল আগামী 13 তারিখ পর্যন্ত চলবে। আর এই সেলে বেশ কিছু হাই এন্ড হুয়াওয়ে ব্র্যান্ডের ফোনও কম দামে কেনা যাবে। আসুন তবে আজকের এই সেলটি ভাল করে দেখেনি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Huawei P20 Lite Blue

আজকের এই স্পেশাল হুয়াওয়ে সেলে এই ফোনটি আপনারা লাইট ব্লু কালারে কিনতে পারবেন এটি একটি 19ছ9 অ্যাস্পেক্ট যুক্ত ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন। আর এই ফোনটিতে ফ্রন্টে 24MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোন17,999টাকাতে কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 22,999টাকা বলা হয়েছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16MP+2MP র ক্যামেরা আছে। ফি প্নে 5.84 ইঞ্চির স্ক্রিন আছে যার রেজিলিউশান 1080×2280 পিক্সাল। আর এই ফোনটির পিক্সাল ডেনসিটি 432ppi। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড v8.o আছে। আর এইফ অনে কিরিন 659 অক্টা কোর দেওয়া হয়েছে। এই ফোনটি একটি ডুয়াল সিমের ফোন আর এতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে। এখান থেকে কিনুন।

Huawei Nova 3i

আজকে এই হুয়াওয়ে ফোনটি অ্যামাজনে 19,990 টাকায় কেনা যাবে। এর আসল দাম 23,999 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে কেনা যাবে। এই ফোনেটিতে ডুয়াল ফ্রন্ট আর ডুয়াল রেয়ার ক্যামেরা মানে মোট চারটি ক্যামেরা আছে। এই ফোনে 24MP+2MP ফ্রন্ট ডুয়াল আর 16MP+2MP ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 3340mAh য়ের ব্যাটারি আছে। এই ফোনটিতে কিরিন 710 চিপসেট আছে, আর এটি AI ফাংশান সাপোর্ট করে। এখান থেকে কিনুন ।

Huawei Nova 3

আর এই ফোনের আসল দাম সাইট অনুসারে 39,999টাকা হলেও এই স্পেশাল সেলে এই ফোনটি 32,999টাকায় কেনা যাবে। এই ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে ডুয়াল রেয়ার AI ক্যামেরা আছে যা 24MP+16MP র ক্যামেরা যুক্ত। আর এর সঙ্গে এর ফ্রন্টে AI যুক্ত ডুয়াল 24MP+2MP র ক্যামেরা আছে। আর এই ফোনের 6.3 ইওঞ্চির স্ক্রিনের রেজিলিউশান 1080×2340 পিক্সালের। আর এটি কিরিন 970 প্রসেসার যুক্ত। এখান থেকে কিনুন।

Huawei P20 Pro 

এই অসাধারন হুয়াওয়ে ফোনটি এবার এই সেলে 69,999 টাকার বদলে 59,999টাকায় কেনা যাবে। আর এই ফোনে 40MP র লাইকা ট্রিপেল ক্যামেরা আছে। আর এই ফোনে 40+20+8MP র ক্যামেরা র সঙ্গে একটি 24MP র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে 6.1 ইঞ্চির যা 1080×2240 পিক্সালের। আর এই ফোনটিতে IP67 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্সের প্রোটেকশান আছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, আর এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo