মাত্র 31,000 টাকায় পাওয়া যাচ্ছে iPhone 11! Amazon দিচ্ছে সেরা অফার

মাত্র 31,000 টাকায় পাওয়া যাচ্ছে iPhone 11! Amazon দিচ্ছে সেরা অফার
HIGHLIGHTS

2019 সালের সেপ্টেম্বরে iPhone 11 লঞ্চ হয়েছিল।

Amazon 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও অফার করছে।

Apple এর iPhone 11 ভারত এবং ওয়ার্ল্ড ওইড মার্কেটে বেস্ট-সেলিং iPhone গুলির মধ্যে একটি।

এই মুহূর্তে iPhone ভক্তদের জন্যে খুশির খবর! রীতিমতো অফারের বন্যা বইছে iPhone এর সেটগুলিতে। আপনি যদি  iPhone এর কোনো মডেল নেওয়ার প্ল্যান করে থাকেন তবে আপনার অবশ্যই Amazon এর ডিলগুলি চেক করা উচিত। iPhone 11 Amazon-এ 4000 টাকা ডিসকাউন্টে সেল হচ্ছে। ডিলগুলি আরও আকর্ষণীয় করতে, Amazon 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও অফার করছে। 2019 সালের সেপ্টেম্বরে iPhone 11 লঞ্চ হয়েছিল, যা এখনো স্মার্টফোন লাভারদের অন্যতম পছন্দের ফোন।

iPhone 11 ভারতীয় মার্কেটে 64GB ভেরিয়েন্টের জন্য 68,300 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে, বর্তমানে অ্যামাজনে স্মার্টফোনটি 49,900 টাকায় সেল হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মটি ICICI ব্যাঙ্ক, SBI ক্রেডিট কার্ডে 4000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট অফারও করছে। এছাড়াও, গ্রাহকরা তাদের পুরানো ফোনের এক্সচেঞ্জে 15,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এর ফলে ফোনটির দাম 31,000 টাকায় নেমে আসবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনার পুরানো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু ফোনের কন্ডিসন এবং ফোনের মেক-ইয়ারের উপর নির্ভর করবে। স্মার্টফোনের কন্ডিশন ভালো থাকলে বেশি ভ্যালু পাবেন। যেমন- আপনি যদি আপনার iPhone XR 64GB এক্সচেঞ্জ করেন, আপনি 12,000 টাকা পর্যন্ত পেতে পারেন। একইভাবে, আপনি যদি আপনার পুরানো iPhone 11 ট্রেড করেন, তাহলে আপনি বেটার ভ্যালু পাবেন। 

ফ্লিপকার্টও iPhone 11-এর জন্য সিমিলার ডিল অফার করছে। যদিও Walmart-owned ই-কমার্স জায়ান্ট কোনো ফ্ল্যাট ডিসকাউন্ট অফার করছে না, এটি 18,850 টাকার এক্সচেঞ্জ ভ্যালু অফার করছে। সুতরাং, এই সাইটও ফোনটির দাম 31,000 টাকায় নামিয়ে আনতে পারে৷

Apple এর iPhone 11 ভারত এবং ওয়ার্ল্ড ওইড মার্কেটে বেস্ট-সেলিং iPhone গুলির মধ্যে একটি। এটি ফার্স্ট-টাইম iPhone গ্রাহকদের জন্য একটি ডিসেন্ট-ডিল হতে পারে। যদিও, iPhone 11 কেনার আগে আপনার কিছু বিষয় জেনে নেওয়া উচিত। Apple এর এই স্মার্টফোনটি 120Hz ডিসপ্লের সাথে আসে না বা এটি 5G সাপোর্ট করে না। যদিও অনেক গ্রাহকেরই  5G এবং হাই রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে সেভাবে প্রয়োজন পরেনা। ভবিষ্যতে  iPhone 12 আপনাকে 5G দরকার কিনা সেটি প্রমাণ করতে পারবে, তবে ভারতীয় গ্রাহক 5G পাওয়ার থেকে এখনও কয়েকবছর দূরে। অন্তত এই মুহূর্তে 5G এর আশা না করাই ভাল।

সুতরাং বর্তমানে iPhone ডিভাইসটি আপনার প্রয়োজনীয় কিনা তা নির্ভর করছে আপনি আপনার iPhone থেকে কী চান তার উপর। এছাড়াও, আপনার বাজেটও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্ট অনুযায়ী, iPhone 11 স্মার্টফোনটি অন্তত 2025 পর্যন্ত Apple থেকে আপডেট পেতে থাকবে। তাই এই সেটটি নিশ্চিন্তে নিতে পারেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo