Amazon Mobile Saving Days সেলে বাম্পার অফার, 11 হাজার টাকা পর্যন্ত ছাড় বাজেট স্মার্টফোনে

Amazon Mobile Saving Days সেলে বাম্পার অফার, 11 হাজার টাকা পর্যন্ত ছাড় বাজেট স্মার্টফোনে
HIGHLIGHTS

Amazon-এ শুরু হয়ে গিয়েছে Mobile Saving Days সেল

Mobile Saving Days সেলে 9 জুন থেকে শুরু হয়েছে যা চলবে 12 জুন পর্যন্ত

Mobile Saving Days সেলে ফোনের উপর 11,000 টাকার পর্যন্ত এক্সচেঞ্জ অফার

Amazon-এ শুরু হয়ে গিয়েছে Mobile Saving Days সেল। 9 জুন থেকে শুরু হয়েছে Mobile Saving Days সেল যা চলবে 12 জুন পর্যন্ত। এই সেলে আপনি কম দামি স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোনে বাম্পার ছাড় পাওয়া যাবে। আপনি যদি কোনও নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনার কাছে রয়েছে দারুন একটি সুযোগ।

Mobile Saving Days সেলে আপনি নতুন স্মার্টফোন কিনলে আপনি পাবেন এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অপশনও। পাশাপাশিই রয়েছে HDFC ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে EMI ট্রান্জাকশনে 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আসুন Amazon Mobile Saving Days সেলের সমস্ত অফার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Realme Narzo 30A

বাজেট স্মার্টফোনের মধ্যে বাজারে রয়েছে Realme Narzo 30A। ফোনের আসল দাম 9,999 টাকা। তবে Amazon সেলে এই ফোন মাত্র 8,499 টাকায় কেনা যাবে। এই দামে আপনি 3GB RAM ও 32GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। এর পাশাপাশিই পাওয়া যাবে 8,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। আপনি যদি পুরনো স্মার্টফোন দিয়ে নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে চান এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পান তবে এই ফোনের দাম পরবে মাত্র 949 টাকা। এছাড়াও রয়েছে EMI অপশনও।

Redmi 9

শাওমির জনপ্রিয় Redmi 9 স্মার্টফোনও এই তালিকায় রয়েছে। বাজারে এই ফোনের দাম 10,999 টাকা। তবে Amazon Mobile Saving Days সেলে এই ফোন মাত্র 8,799 টাকায় কিনতে পারবেন। এই দামে আপনি পাবেন  ফোনের 4GB RAM ও 64GB স্টোরেজ মডেল। এছাড়া ফোনে দেওয়া হচ্ছে 8,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি যদি পুরনো স্মার্টফোন দিয়ে নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে চান এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পান তবে এই ফোনের দাম পরবে মাত্র 449 টাকা। পাশাপাশিই রয়েছে EMI অপশনও।

Tecno Spark 7

Tecno সংস্থার এই ফোন বাজারে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে সেলে আপনি এই ফোনটি 1 হাজার টাকার ছাড়ে মাত্র 7,499 টাকায় বিক্রি করা হচ্ছে। এই দামে আপনি 2GB RAM ও 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কিনতে পারবেন। এছাড়া থাকছে 7,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আপনি যদি পুরনো স্মার্টফোন দিয়ে নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে চান এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পান তবে এই ফোনের দাম পরবে মাত্র 300 টাকা। পাশাপাশিই রয়েছে EMI অপশনও।

Oppo F17

ওপ্পো F17 ফোন বাজারে 20,999 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে Amazon Mobile Saving Days সেলে এই ফোন মাত্র 16,990 টাকায় কেনা যাবে। এই দামে আপনি ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। এছাড়া থাকছে 11,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। আপনি যদি পুরনো স্মার্টফোন দিয়ে নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে চান এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পান তবে এই ফোনের দাম পরবে মাত্র 5,890 টাকা। পাশাপাশিই রয়েছে EMI অপশনও।

OnePlus 9R 5G

প্রিমিয়াম সেগমেন্টের এই ওয়ানপ্লাস মডেলের দাম ভারতে 39,999 টাকা। এই দামে ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে, অ্যামাজন সেলে আপনি 11,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। ইউজার নিজের পুরনো স্মার্টফোন দিয়ে একটি OnePlus 9R 5G ফোনে নিজেকে আপগ্রেড করাতে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালুর সুবিধা নিতে পারলেই মাত্র 28,899 টাকায় পেয়ে যাবেন এই ফোন। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড EMI এবং নো কস্ট EMI অপশনে আকর্ষণীয় কিছু অফার।

Digit.in
Logo
Digit.in
Logo