Amazon Mi Days সেলে 4,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুযোগ
17 তারিখ থেকে এই সেল শুরু হয়েছে
আগামী 21 তারিখ পর্যন্ত চলবে
এক্সচেঞ্জ অফারে 4000 টাকা পর্যন্ত ছারের সুযোগ
আপনারা অ্যামাজনে আজকে বা বলা ভাল বেশ কিছু দিন ধরেই দারুন সব রেডমি ফোন কিনতে পারবেন। কারন 17 তারিখ থেকে অ্যামাজনে শুরু হয়েছে Mi ডেস আর এই স্পেশাল সেলে আপনারা রেডমি বা সাওমির ফোন গুলি 6,500 টাকা পর্যন্ত ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর এই সেল 21 তারিখ পর্যন্ত চলবে। এই সেলে আপনারা এক্সচেঞ্জ অফারে 4000 টাকার এক্সচেঞ্জও পেতে পারেন।
Surveyতবে আর দেরি না করে আসুন সেই সেলের দারুন কিছু অফার আজকে আমরা এখানে দেখে নি।
Redmi 7
আজকে আপনারা এই ফোনটি মাত্র 7,999 টাকায় কিনতে পারবেন। আর সসাইটে এর আসল দাম 9,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা 2GB র্যাম আর 32GB স্টোরেজে কিনতে পারবেন। এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Redmi Y3
কোয়াল্কম 632 যুক্ত এই ফোনটি আজাকে আপনারা এখানে মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 11,999 টাকা বলা হয়েছে। এটি 3GB র্যাম আর 32GB স্টোরেজে কেনা যাবে। আর এই ফোনে একটি 32MP র ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Xiaomi Mi A2
আপনারা আজকে এই সাওমি ফোনটি এখানে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 17,499 টাকা বলা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 4GB র্যামের আস্নগে 64GB স্টোরেজ পাবেন। এখান থেকে কিনুন।
Redmi 6 Pro
আপনারা এই রেডমি ফোনটি আজকে এখানে মাত্র 8,999 টাকায়া কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 11,490 টাকা বলা হয়েছে। এটি আপনারা 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Redmi Note 5 Pro
এই জনপ্রিয় রেডমি ফোনটি আপনারা আজকে এই সেলে মাত্র 10,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 15,999 টাকা বলা হয়েছে। এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা এই দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।