অ্যামাজন গ্রেট ফেস্টিভাল সেল আজ থেকে সবার জন্য শুরু

অ্যামাজন গ্রেট ফেস্টিভাল সেল আজ থেকে সবার জন্য শুরু
HIGHLIGHTS

13-17 অক্টোবর সবার জন্য এই সেল শুরু হবে

ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পাওয়া যাবে বেশি ছাড়

আজ থেকে দ্বিতীয় দফার অ্যামাজন সেল সবার জন্য শুরু হচ্ছে। আগের বাড়ে যারা এই সেলের সময়ে দারুন সব জিনিস নিজের করতে পারেন নি, তারা এই সময়ে এই সেলে দারুন সব জিনিস সহজেই নিজের করতে পারবেন। এই সেল 13-17 অক্টোবর পর্যন্ত চলবে। এখানে এখন আমরা আপনাদের দারুন সব স্মার্টফোন ডিলের বিষয়ে বলব,  আর আপনারা দারুন এই সেলে দারুন সব স্মার্টফোন সহজে নিজের করতে পারবেন।

আজকে এখানে আমরা আপনাদের সেই সব দারুন স্মার্টফোনের মধ্যে থেকে কিছু ফোন নিয়ে এসেছি। এই সেলে ICICI ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে আরও দারুন সব ছাড়।

Redmi 7A

আপনারা এই রেডমি ফোনটি আজকে এখানে আপনারা 6,199 টাকায় কিনতে পারবেন, এর আসল দাম 6,999 টাকা বলা হয়েছে। এর ওপর 11% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এটি 2GB র‍্যামে কেনা যাবে। এখানে কিনুন।

Samsung Galaxy M30

এই স্যামসাং ফোনটি আপনারা 11,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 16,490 টাকা বলা হয়েছে। এর ওপর 27% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Redmi Y3

এই রেডমি ফোনটি আপনারা 8,999 টাকায় কেনা যাবে, আর এই ফোনের আসল দাম 11,999 টাকা বলা হয়েছে। আর এর ওপর 25% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

OnePlus 7 Pro

আপনারা এই ফোনটি এখানে 44,999 টাকায় কেনা যাবে , আর সাইটে এর আসল দাম 49,999 টাকা বলা হয়েছে। এর ওপরে 10% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

OnePlus 7

এই ওয়ানপ্লাস ফোনটি এখানে মিরার ব্লু কালারে 29,999 টাকায় কেনা যাবে। আর সাইটে এর আসল দাম 32,999 টাকা বলা হয়েছে। এর ওপর 9% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Apple iPhone XR

এই আইফোনটি আপনারা এখানে মাত্র 54,900 টাকায় কিনতে পারবেন। এটি এই ফোনের 128GB ভেরিয়েন্ট। এখান থেকে কিনুন।

Samsung Galaxy Note 9

এই স্যামসাং ফোনটি আপনারা এখানে মাত্র 64,400 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 73,600 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Nokia 8.1

এই নোকিয়া ফোনটি আপনারা এখানে মাত্র 19,376 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 28,831 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit.in
Logo
Digit.in
Logo