Amazon য়ে শুরু হল ফ্যাব ফোন ফেস্ট

HIGHLIGHTS

এই সেল আজ থেকে মানে 25 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত চলবে

Amazon য়ে শুরু হল ফ্যাব ফোন ফেস্ট

ইকমার্স সাইট অ্যামাজন আজ থেকে মানে 25 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত ফ্যাব ফোন ফেস্ট চলছে। এই সেলে আপনারা সদ্য লঞ্চ হওয়া পপ আপ সেলফি ক্যামেরার ফোন বা 48MP র ক্যামেরা ফোন সবই কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এই সেলে 40% পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর শুধু যে ফোন তা নয় এর সঙ্গে আছে মোবাইল অ্যাক্সেসারিজের ওপর ও আকর্ষণীয় ডিস্কাউন্ট অফার। আর এই সেলে আপনারা যদি SBI য়ের কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে EMI তে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।

আসুন তবে আমরা আজকের এই সেলে থাকা দারুন কিছু স্মার্টফোনের ওপর চলা দারুন অফার গুলি দেখে নি।  

Samsung Galaxy M10

এই স্যামসাং ফোনটি আপনারা আজকের এই সেলে অ্যামাজন থেকে মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 9,290 টাকা বলা হয়েছে। এটি ভারতে সদ্য লঞ্চ হওয়া M সিরিজের ফোনের মধ্যে অন্যতম। এই ফোনটি 3GB/32GB ভেরিয়েন্টে কেনা যাবে। ফোনে একটি ইনফিনিটি V ডিসপ্লে দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 7C 

এই হনারের ফোনটি আজকে মাত্র 8,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম সাইটে 14,999 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে কিনতে পারবেন। আর এই ফোনের ব্যাটারি 3000mAh য়ের। এখান থেকে কিনুন।

Realme U1

আজকে এই রিয়েলমি ফোনটি আপনারা এই সেলে মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। এই ফোনে 3GB র‍্যামের আস্নগে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের ওয়াটার ড্রপ নচে আপনারা 25MP র ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।

OnePlus 6T

আজকে এই ওয়ানপ্লাসের ফোনটি আপনারা এখানে এই সেলে মাত্র 37,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটি আপনারা 16+20MP রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আছে 16MP র একটি ফ্রন্ট ক্যামেরা। এখান থেকে কিনুন।

Vivo V15 Pro 

ভারতে সদ্য লঞ্চ হওয়া এই ভিভোর ফোনটি আপনারা আজকের সেলে 28,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে ফ্রন্টে একটি 32MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।

Oppo F11 Pro 

আরও একটি সদ্য লঞ্চ হওয়া ফোন এই তালিকায় জায়গা করে নিয়েছে। এই ওপ্পো ফোন আজকে এই সেলে 24,990 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে। ফোনের ব্যাক সাইডে 48MP র ক্যামেরা আছে আর ফ্রন্টে 16MP র পপ আপ সেলফি ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।

নোটঃ ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo