OnePlus 6T থেকে শুরু করে Honor 8X একাধিক ফোনে দারুন ডিস্কাউন্ট! কী করে আর কোথায় জানেন!

HIGHLIGHTS

অ্যামাজন ইন্ডিয়াতে আজ থেকে Amazon Mobile Phone Fest Sale শুরু হয়েছে

13 তারিখ পর্যন্ত এই সেল চলবে

এটি শুধুমাত্র ফোনের স্পেশাল সেল

OnePlus 6T থেকে শুরু করে Honor 8X একাধিক ফোনে দারুন ডিস্কাউন্ট! কী করে আর কোথায় জানেন!

আজ থেকে অ্যামাজন ইন্ডিয়াতে Amazon Fab Phone Fest Sale শুরু হয়েছে, আর আপনারা এই সেলে OnePlus 6T, Honr Play, Honor 8X ছাড়া Honor 8C র সঙ্গে Honor 7C ফোনেও সেরা অফার আর ডিস্কাউন্ট পাবেন। আর এই সেল সম্পূর্ণ ভাবে মোবাইল ফোনের জন্যই এসেছে। আর এই সেল আজ থেকে শুরু হয়ে 13 এপ্রিল মানে আগামী শনিবার পর্যন্ত চলবে আর জানা গেছে যে এই সেলে Realme U1, Oppo F9 Pro, Vivo V16 Pro আর Oppo F11 Pro র মতন ফোনে সেরা অফার আর ডিস্কাউন্ট দেওয়া হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এছাড়া আপনাদের বলে রাখি যে iPhone XR য়েও এই সেলের সময়ে কম দামে কেনা যেতে পারে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে এই সেলে আপনারা Huawei Mate 20 Pro ফোনটিও কিনতে পারবনে। আর এই ফোনেও আপনারা সেরা অফার পাবেন।

আমরা যদি Microsite র কথা বলি তবে এই অ্যামাজনের Fab Phone Fest Slae য়ের বিষয়ে বলি তবে এই সেলে আপনারা OnePlus 6T ফোনটি মাত্র 34,499 টাকায় কিনতে পারবেন। আর এছাড়া আসল দাম অবশ্য 37,999 টাকা। আর এই ফোনটি আপনারা HDFC ব্যাঙ্কের কার্ডে কিনলে 1,500 টাকার ডিস্কাউন্টে কিনতে পারবেন।

অ্যামাজন এও জানিয়েছে যে এই সেলের সময়ে OnePlus 6T ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ  ভেরিয়েন্ট আপনারা 3,000 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্টে কিনতে পারবেন, আর এছাড়া আপনারা এর 8GB আর 128GB ভেরিয়েন্টটি 4000 টাকার ডিস্কাউন্টে নিতে পারবেন।

আর এছাড়া honor Play ফোনটি আপনারা কিনতে চাইলে এই সেলের সময়ে এটি 13,999 টাকায় কিনতে পারবেন, এর আসল দাম 19,999 টাকা আর Honor 8X ফোনটি আপনারা মাত্র 12,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা 2000 টাকার ডিস্কাউন্ট পাচ্ছেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo