দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিরা মান্দান্না অভিনীত ছবি 'Pushpa 2: The Rule' এর এডভান্স বুকিং শুরু হয় গেছে
আপনি 100 টাকার কম দামে এই ছবির টিকিট বুক করতে পারেন
বুক মাই শো অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনি পুষ্পা 2 ছবির টিকিট বুক করতে পারবেন
how to book Pushpa 2 The Rule movie tickets in online
Pushpa 2 The Rule Ticket Booking: দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন এবং রাশমিরা মান্দান্না অভিনীত ছবি ‘পুষ্পা 2: দ্য রুল’ এর এডভান্স বুকিং শুরু হয় গেছে। এই ছবির এডভান্স বুকিং সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লি, মুম্বাই, পাটনা থেকে কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ পর্যন্ত সিনেমার অগ্রিম বুকিং চলছে পুরোদমে। মেট্রো সিটিতে এই সিনেমার টিকিট 1,800 টাকায় পৌঁছেছে। তবে আপনি 100 টাকার কম দামে এই ছবির টিকিট বুক করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কোন অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনাকে ভালো ডিসকাউন্ট দেওয়া হবে।
Pushpa2 The Rule: সস্তায় টিকিট বুকিং কোথায় পাবেন
Book My Show
বুক মাই শো অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনি পুষ্পা 2 ছবির টিকিট বুক করতে পারবেন। আপনার কাছের থিয়েটার থেকে আপনি এই ছবির টিকিট 2D,3D, IMAX 2D, 4DX, 4DX 3D এবং IMAX 3D তে বুক করতে পারবেন। টিকিটের দাম শো টাইমিং এবং ভার্সন এর হিসেবে কম এবং বেশি হবে। বুক মাই শো এবং ওয়েবসাইটে আপনি একাধিক ব্যাঙ্ক এর ক্রেডিট এবং ডেবিট কার্ডে টিকিট বুকিংয়ে 50 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
পিভিআর অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি টিকিট সস্তায় বুক করতে পারবেন। দিল্লী এবং মুম্বাই এর সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে ছবির টিকিট 100 টাকা বা তারে চেয়ে কমে পাওয়া যেতে পারে।
District App
জোমেটো এর ছবি এবং শো বুকিং করা অ্যাপে দর্শকরা সস্তায় ছবির টিকিট সস্তায় বুক করতে পারেবেন।
Paytm
আপনি চাইলে পেটিএম থেকেও পুষ্পা 2: দ্য রুল ছবির টিকিট বুক করতে পারেন। এখানেও আপনি নিজের পছন্দের থিয়েটারে শো টাইমে মুভি টিকিট বুক করতে পারবেন। বুকিংয়ে গ্রাহকরা Axis Bank My Zone ক্রেডিট কার্ড দিয়ে দুটি টিকিট বুক করলে আপনি একটি টিকিট ফ্রি পাবেন। অফারের সুবিধা নিতে গ্রাহকদের অ্যাপে গিয়ে ছবির টিকিট অপশনে যেতে হবে এবং ছবি সিলেক্ট করে এই অফারের সুবিধা পেতে পারেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.